







রাজ এবং শুভশ্রীর একমাত্র পুত্র ইউভান ইতিমধ্যেই তারকা হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বা ভিডিও পোস্ট করলেই তা ঝড়ের বেগে ভাইরাল। তারকা দম্পত্তিও ইউভানের ছোট ছোট মুহূর্ত লেন্সবন্দী না করে থাকতে পারেন না বললেই চলে। হামেশাই পরিচালক তথা সাংসদ রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রীকে দেখা যায়, ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করতে। ইউভান আক্ষরিক অর্থেই স্টারকিডের তকমা পেয়েছে জন্মের প্রথম দিন থেকেই।




২০২০ সালের ১২ সেপ্টেম্বর দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে আসে ইউভান চক্রবর্তী। জন্ম হওয়ার পর থেকেই টলিপাড়ার স্টার কিডদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভান চক্রবর্তী। জন্মের কিছুক্ষণের মধ্যেই, মা শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একরত্তির ছবি। আর তারপর থেকেই নেটিজেনরা মুখিয়ে থাকেন ইউভানের নতুন ছবির দিকে। ইতিমধ্যেই ছোট ইউভানের নামে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ফ্যানপেজ। তার ফ্যান পেজের ফলোয়ার লক্ষাধিক।




সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ইউভানের একটি সুন্দর ভিডিও ব্যাপক ঘোরাফেরা করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রাজ এবং শুভশ্রী ছেলে ইউভান ছোট্ট ছোট্ট দুই হাত দিয়ে চেষ্টা করছে পিয়ানো বাজাতে। ইউভান এবং শুভশ্রীর যে কোনও মুহূর্তের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেই, তা নিমেষে ভাইরাল হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হল না।




ছোট্ট ইউভান কিছুদিন আগে এক বছর পূর্ণ করলো। জন্মদিনে নেটিজেন মহিলার কাছ থেকে প্রচুর শুভেচ্ছা পেয়েছিল ছোট্ট শিশুটি। ইউভান বরাবরই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তার ছবি দেখার জন্য মুখিয়ে থাকে নেটপাড়া। কখনও সে বাবার বাইকে, কখনও সে গাড়ির স্টিয়ারিং হাতে। তবে ইউভানের প্রতি মুহূর্তের কার্যকলাপে ভালোবাসা উজাড় করে দেন নেটিজেনরা। একবছর ধরে তার বড় হয়ে ওঠার সাক্ষী গোটা নেটমাধ্যম। ইউভানের মা বাবা কখনই তাদের ছেলেকে মিডিয়ার আলো থেকে সরিয়ে রাখতে চাননি।




এবার এই একরত্তি শিখছে পিয়ানো বাজানো। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিয়ানোর সামনে দাঁড়িয়ে পিয়ানোর ওপরে ক্ষুদে হাত দিয়ে টুং টাং আওয়াজ করছে ছোট্ট ইউভান। পিছন থেকে কেউ একজন তাকে ধরে রয়েছেন। পিয়ানোর টুং টাং আওয়াজ শুনে বেশ উৎফুল্ল ছোট্ট শিশুটি।
View this post on Instagram
“লাভ ফর ইউভান” নামক রাজশ্রী পুত্র ইউভানের একটি ইনস্টাগ্রামের ফ্যান পেজ থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি। সাড়ে পাঁচ হাজার দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। প্রচুর লাইক আর কমেন্ট সেকশন ভরে গিয়েছে ভালোবাসায়।