



বেঁচে থাকতে গেলে যেমন কাজ তেমনি মাঝে মধ্যে একটু বিরতি নেওয়ারও প্রয়োজন আছে। তাই তো ব্যস্ত জীবনের ফাঁকে সময় বের করে ঘুরতে চলে যান অনেকে।




আর এবার ছুটি স্ত্রী সন্তান নিয়ে ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি আর ছেলে ইউভানকে,




নিয়ে চলছে স্বপ্নের বিদেশ ভ্রমণ পর্ব। বিগত কয়েকমাস একটানা বিরাট ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। প্রথমে ‘হাব্জি গাবজি’ তারপর ‘ধর্মযুদ্ধ’ এই দুই,
View this post on Instagram
ছবির রিলিজ হয়েছে। এরপর কিছুদিন আগেই আরও একটি ছবি ‘বিসমিল্লা’ মুক্তি পেয়েছে। ছবির রিলিজ মানে প্রচার থেকে হল পাওয়া বিরাট একটা কাজ থাকে। সেই সমস্ত মিটিয়ে এখন বিদেশে ছুটি কাটানোর মুডে রয়েছেন পরিচালক ও তাঁর ফ্যামিলি। পুজোর আগেই সুদূর ইউরোপে পারি দিয়েছেন রাজ-শুভশ্রী ও ইউভান। ডেস্টিনেশন দুর্দান্ত সুন্দর দুটি জায়গা একটি সুজারল্যান্ড ও অন্যটি প্যারিস। বরফে মোড়া এই সুন্দর দুই দেশের সৌন্দর্য সত্যিই উপভোগ করার মত। কলকাতা শহরের কোলাহল থেকে কখনো শুধুই সাদা বরফ তো কখনো মাঝে প্রকৃতির সবুজের ছোঁয়া। এমন সুন্দর ট্রাভেল ডায়েরির থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন রাজ-শুভশ্রী দুজনেই। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় শুভশ্রী।
নিজের ছবি থেকে ভিডিও তো বটেই ছেলে ইউভানের ছবি ভিডিও প্রায়ই শেয়ার করে নেন অভিনেত্রী। লক্ষাধিক অনুগামীরা অপেক্ষায় থাকেন তাঁর আপডেটের জন্য। তাই ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করবেন না তাও আবার হয় নাকি! ইনস্টাগ্রাম স্টোরি থেকে পোস্টে গেলেই দেখা যাচ্ছে তাঁদের বেড়ু বেড়ু পিকস। তবে এবার তাদের ঘুরতে যাওয়ার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে শুভশ্রী আর ইউভানের একটি ফ্যান পেজ থেকে। প্রথম ছবিতে দেখা গেল আইফেল টাওয়ারের সামনে ছেলেকে কোলে নিয়ে দুজনেই দু দিক দিয়ে ইউভানের গালে কিস দিয়ে ভরিয়ে দিলেন। আবার দ্বিতীয় ছবিতেও দেখা গেল আইফেল টাওয়ারের সামনে ছেলেকে কোলে নিয়ে রাজ শুভশ্রী। এরপর দেখা গেল টাওয়ারের নিচে বসে শুভশ্রী একটি ফ্লোরাল পোশাকে আর রাজ একটি কালো রঙের টি শার্ট এবং জিন্স সাথে নিয়ে ছোট্ট ইউভানকে।
মা বাবার সাথে বসে ছোট্ট ইউভানও বেশ সুন্দর পোজ দিতে শিখে গেছে। এরপর দেখা গেল সেখানেই শপিং করতে গিয়ে আয়নার সামনে ছেলেকে নিয়ে ছবি তুলেছেন শুভশ্রী। আর সবশেষে ছবিতে দেখা গেল সাদা বরফের মধ্যে ইউভানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। একদম সাদা বরফের মধ্যে দাঁড়িয়ে মায়ের সাথে পোজ দিয়েছে ইউভানও। এই ছবি হচ্ছে সুইজারল্যান্ড এর বরফে। প্রত্যেকটি ছবি নেটিজেনদের খুবই পরিমাণে পছন্দ হয়েছে। তাদের ঘুরতে যাওয়া নিয়ে অনেক শুভেচ্ছা জানিয়েছেন সকল ভক্তরা। ইতিমধ্যেই এই ছবিগুলিতে লাইক সংখ্যা হাজারের ছুই ছুই। ছবির ক্যাপশনে লেখা হয়েছে হ্যাপি ফ্যামিলি। প্রসঙ্গত, ছুটি শেষ হলেই আবারও ব্যস্ততা অপেক্ষায় রয়েছে রাজ-শুভশ্রী জুটির জন্য। কারণ সামনেই রয়েছে আরও একটি ছবির রিলিজ। প্রেম বা কমার্শিয়াল গল্প থেকে সরে একটু অন্য ধরণের কাহিনী ‘বৌদি ক্যান্টিন’ নিয়ে আসছেন শুভশ্রী। যেখানে ইন্দুবালা ভাটেরহোটেল আর ডক্টর বক্সীর ছবিতে দেখা যাবে তাকে। তাছাড়া টলিউডের পর এবার বলিউডেও এন্ট্রি নিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।