



টিনসেল টাউনের উর্বশীদের মধ্যে এখন মাতৃত্বের জোয়ার। সোনম, করিনা, বিপাশার পর গুঞ্জন উঠছে দ্বিতীয় ইস্যু নিচ্ছেন নাকি রাণী মুখার্জীও।




সম্প্রতি ছবি শিকারিদের তোলা ছবি বলছে, সেখানেই নাকি নায়িকার স্ফীতোদর ধরা পড়েছে! তার পাশাপাশি পোশাক ঠিক করতে গিয়ে,




অচিরে পেটে হাত চলে যাওয়ার দৃশ্যটি গুঞ্জনকে আরও দৃঢ় করছে। কচি কলাপাতা রঙা ট্রাউজার, উপরে ঢিলে শার্ট, বুকের কাছে খানিক গভীর,
কলার ওয়ালা শার্টে কচিকলাপাতা, হলুদ আর সাদার মোটিফ। হাতে মানানসই লেদার পার্স, চোখে বড় গগলস, চুল টেনে বাঁধা পনিটেল। এই সাজেই তিনি নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে নেমে গাড়িতে উঠতে গিয়েছিলেন। পথে যথারীতি তারকা চিত্রগ্রাহকদের ক্যামেরার মুখোমুখি। কিছু ছবিশিকারি তাঁর ভিডিয়োও তোলেন। সেই ভিডিয়োয় স্পষ্ট স্ফীতোদর। রাণির ঢিলে পোশাক আর পেটের কাছে হাত দেওয়ার প্রবণতার পাশাপাশি হাসিমুখে চিত্রগ্রাহকদের পোজও দিয়েছেন। ঐশ্বর্য, করিনা, ক্যাটরিনার পরে রানির দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই মায়ানগরীতে তুমুল শোরগোল। এর আগেই রানি একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি বড় পরিবার দেখতে চান।
যদিও আদিরাকে পৃথিবীতে আনতে গিয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন তিনি! নায়িকার দ্বিতীয় বার সন্তানধারণের খবরটি নিয়ে যদিও দ্বিধাবিভক্ত বলিউড। প্রসঙ্গত, রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার এক কন্যাসন্তান রয়েছে। ২০১৫ সালে আদিরার জন্ম দেন রানি। বর্তমানে তার বয়স ৬ বছর। যদিও মেয়ে বেশি লাইম লাইটে থাকুক তা একেবারেই পছন্দ করেন না আদিত্য চোপড়া। তাই অন্যান্য তারকা সন্তানদের মতো আদিরাকে একেবারেই ক্যামেরার সামনে দেখা যায় না। ২০২১ সালে ঘটা করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করেন রানি। সেখানে অন্যান্য তারকা সন্তানদের দেখা গেলেও ‘বার্থ ডে গার্ল’ আদিরার কোনও ছবি প্রকাশ্যে আসেনি বা আসতে দেননি তারকা দম্পতি।