আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী’কে চেনেন? অভিনেতার সবচেয়ে কাছের মানুষ তিনি, রইল ছবি

বর্তমান যুগে সবার হাতেনাতে বিনোদন বলতে আমাদের একটা কথাই মাথায় আসে সেটা হল সোশ্যাল মিডিয়া। হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া,

দ্বারাই আমরা সব রকমের খবরা খবর, পেয়ে থাকি যেমন কি খেলাধুলা, নাচ-গান, বাজনা প্রভৃতি। এই সব কিছু উপভোগ করার একমাত্র জায়গা হলো সোশ্যাল মিডিয়া।

আবির চট্টোপাধ্যায়, বর্তমান বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। ফেলুদা, ব্যোমকেশ সহ সমস্ত চরিত্রে হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

২০০৯ সালে ক্রস কানেকশন ছবির মাধ্যমে প্রথমবার বাংলা সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপর একের পর এক হিট সিনেমার মাধ্যমে,

 

View this post on Instagram

 

A post shared by Tolly media (@mediatolly)


দর্শকদের মন জয় করেছেন বাঙালির এই হার্টথ্রব। ব্যোমকেশ থেকে ফেলুদা সব চরিত্রেই তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। বাঙালি মেয়েদের ক্রাশ বলতে যীশু, পরম অনির্বান ভট্টাচার্যর পাশাপাশি রয়েছে আবির চট্টোপাধ্যায়ের নাম। তবে, এ তো গেল অভিনেতার কথা। যাঁর জন্য মেয়েরা রীতিমতো পাগল সেই হার্টথ্রব আবির কার জন্য পাগল জানেন কি? তাঁর স্ত্রীর নাম নন্দিনী চট্টোপাধ্যায়। তিনি একেবারেই ক্যামেরার সামনে আসেননা। কেননা তিনি ক্যামেরার সামনে সেভাবে সাবলীন নয়।

তবে, মাঝে মধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয় এই জুটির ছবি। আর যা হু হু করে ভাইরাল হয় নেট মাধ্যমে। এমনকি অভিনেতার একটি মেয়েও রয়েছে। কেরিয়ার ও সংসার দুটোই কিভাবে সামালানো উচিত তা বেশ ভালোই জানেন তিনি। আর তাইতো বিবাদ, গুঞ্জন ছাড়াই দীর্ঘদিন একে অপরের সঙ্গেকাটিয়ে এসেছেন। এক কথায় তাঁরা হলেন সুখী দম্পতি। পার্সোনাল এবং প্রফেশন লাইফ কিভাবে একসাথে ব্যালেন্স করতে হয়, তা আবীর চট্টোপাধ্যায় কে না দেখলে শেখা যায় না।

তবে, শুধুমাত্র আবীরকেই ক্রেডিট দিলে হয় না। তাঁর স্ত্রী নন্দিনীও যেভাবে আবিরের ব্যস্ত শিডিউলের মাঝে নিজেদের জীবনযাত্রাকে রঙিন করে রেখেছেন তা সত্যিই অনবদ্য। সম্পর্কের ক্ষেত্রে টেলিপ্যাথি কি খুব বিশ্বাস করেন আবীর চট্টোপাধ্যায়। যুবক বয়সে তার জীবনে অনেক প্রেম এসেছিল। তখন নাকি কবিতা লিখতেন তিনি। তবে বহু প্রেম আসলেও আবির চট্টোপাধ্যায়ের মনে একমাত্র রয়েছে নন্দিনী চট্টোপাধ্যায়। তিনি খেতে পছন্দ করেন ডার্ক চকলেট এবং আচার।

যে কোন অনুষ্ঠানে চকলেট কেক ছাড়া তিনি কিছু খেতে পছন্দ করেন না। তার ব্যক্তিগত জীবন এবং তার স্ত্রীকে নিয়ে তিনি কতখানি বিশ্বাসযোগ্য, সেটা তার ব্যক্তিগত জীবন দেখলেই বোঝা যায়। কখনও তাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে গসিপ করা হয়, তখন বুদ্ধিমানের মতো তিনি আগেই শ্রী সঙ্গে আলোচনা করে নেন। কোনরকম ঝগড়া ঝামেলা ছাড়াই বেশ সুন্দরভাবে যে সংসার করা যায় তার একমাত্র উদাহরণস্বরূপ হয়ে দাঁড়িয়েছেন এই আবির চ্যাটার্জি। ক্যামেরার সামনে না এসে নিজেদের লাইমলাইটে না এনে সুন্দরভাবে গুছিয়ে সংসার করছেন তারা।