ছোট্ট তুলসী পাতার উপরেই একের পর এক মনীষীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম উঠালেন হাওড়ার বাগনানের ছেলে শুভজিৎ

ছোট একটি তুলসী পাতা তার উপরেই নান্দনিক চিত্রকলা। একের পর এক মনীষীর ছবি আঁকা হয়েছে ছোট্ট ওই তুলসির পাতায়।

এই অসাধ্য সাধন করলেন এক বাংলার ছেলে। এখানে কথা বলা হচ্ছে হাওড়া জেলার বাগনানের বাসিন্দা শুভজিৎ দাসের।

তাঁর শিল্প কর্মের জাতীয় স্বীকৃতি এসে পৌঁছেছে ঘরে। ওইটুকু পাতার উপর এই অসামান্য শিল্প কর্ম করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন শুভজিৎ।

২৮ টি তুলসী পাতার উপর মনীষী স্বাধীনতা সংগ্রামী এবং দেবদেবীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিলেন কল্যাণপুরের কাপড়ি পাড়ার বাসিন্দা শুভজিৎ। বর্তমানে তিনি বাংলা অনার্সের ছাত্র। ইতিমধ্যে সংস্থার পাঠানো মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে শুভজিৎ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, খুব ছোটবেলা থেকেই আঁকার উপর ঝোঁক ছিল শুভজিৎ-এর। মাত্র ৪ বছর বয়সে শিল্পী সুব্রত কর্মকারের কাছে তাঁর আঁকা শেখার হাতেখড়ি।

তবে এখানেই শেষ নয় আঁকার পাশাপাশি লীলা র্কীতন গাওয়াটাও শুভজিৎ-এর অন্যতম নেশা। শুভজিৎ বলেন, “আমার তৈরি সব কাজ পাঠানোর কয়েকদিন পরেই তাঁরা আমার হাতের কাজকে স্বীকৃতি দেয়। আর দুই তিনদিন আগে সংস্থার পাঠানো বিভিন্ন উপহার আমি হাতে পাই।” তবে কিকরে হল এই অসাধ্য সাধন ? শুভজিৎ জানায়, এক একটি তুলসী পাতার উপর ছবি আঁকতে সময় লেগেছে ২ থেকে ৪ মিনিট। আগামীদিনে চিত্র শিল্প আর র্কীতনকে সঙ্গে করেই জীবনে এগিয়ে যেতে চায় বলে জানায় শুভজিৎ দাস।