



দেখতে দেখতে এই বছরের গণেশ চতুর্থী উৎসব কেটে গেল। সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ,




তা শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই ছিল গনেশ চতুর্থী। দেশের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী উদযাপন হলেও মহারাষ্ট্র, মুম্বাইয়ে এই উৎসব উদযাপনের চল,




বেশিই দেখা যায়। বলিউডের তারকাদের তাই এই সময়টা ব্যস্ততায় থাকে অনেক। বহু তারকার বাড়িতে গণেশ পুজো হয়েছে মহা সমারোহে।
সম্প্রতি ছোট পর্দার বেশ কিছু তারকা জানালেন, গণেশ চতুর্থী উৎসব তাঁরা কীভাবে উদযাপন করছেন। সাথে বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল দেবগন কেউ দেখা যায় এই দিন গণেশ চতুর্থীর উৎসবে মেতে উঠতে। মুম্বাইতে লালবাউগচা রাজাকে দেখতে যান অভিনেত্রী কাজল দেবগন। তবে যাওয়ার সময় একটু অসুস্থ হয়ে পড়েন প্রেগন্যান্ট কাজল। অভিনেত্রীকে প্রেগনেন্ট বলা হয়েছে কারণ, ভিডিও দেখে অনেকেই বলেছেন কাজল আবার প্রেগনেন্ট। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। এই দিন কাজলকে একটি হলুদ রঙের শিফনের শাড়ি পড়ে থাকতে দেখা গেছে। শাড়ির সাথে মাথার খোপায় ফুল এবং সামান্য মেকআপ ও গহনা। এই দিন অনেকের মত শাড়ির ফাঁকে দেখা গেছে অভিনেত্রীর বেবি বাম।
মুখেও ছিল প্রেগনেন্সির গ্লো। তবে প্রেগনেন্সি নিয়ে এখন অব্দি মুখ খোলেননি অভিনেত্রী নিজে। দেখা গেছে বডিগার্ড এর সাথে কাজল রাস্তায় হেঁটে যাচ্ছেন লালবাউগচা রাজাকে দেখতে। তিনি যে হাঁটতে হাঁটতে একটু অসুস্থ হয়ে পড়েছেন এটা ভিডিও দেখে স্পষ্ট বোঝা গেছে। কারণ অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরেছে আর সেই গরমেই অসুস্থ হয়ে পড়েছেন কাজল দেবগন। তিনি তার এই প্যান্ডেল সফরের ভিডিও নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকেও আপলোড করেছেন। জানা গেছে শুধু কাজল নয়, কাজলের পর স্বামী অজয় দেবগন ও ছেলেকে নিয়ে মুম্বাইতে লালবাউগচা রাজাকে দেখতে গিয়েছিলেন। অভিনেতা তার একটি ভিডিও শেয়ার করেছেন প্যান্ডেল পরিদর্শন করুন, যেখানে তিনি তার ১১ বছর বয়সী ছেলে যুগের সাথে ছিলেন।
ভারতের মুম্বইয়ে মুখার্জী-সমর্থ পরিবারে জন্ম নেওয়া কাজল অভিনেত্রী তনুজা সমর্থ এবং চলচ্চিত্র নির্মাতা শমু মুখার্জী দম্পতির কন্যা। কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। কর্মজীবনে তিনি বারোটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে ছয়টি পুরস্কার জিতেছেন। ২০১১ সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে তার মায়ের সাথে প্রণয়ধর্মী বেখুদি চলচ্চিত্রে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজল সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি বিধবা নারী এবং শিশুদের নিয়ে কাজের জন্য সুপরিচিত। এই কাজের জন্য তিনি ২০০৮ সালে কর্মবীর পুরস্কার লাভ করেন। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে SHOW TUBE নামের একটি চ্যানেল থেকে মাত্র দু দিন আগে। বর্তমানে ভিডিওটি দেখেছেন ৩১৫ হাজার মানুষ। সাথে ভিডিওটিতে লাইক ও করেছেন বহু মানুষের এবং কমেন্ট সংখ্যাও এসেছে অসংখ্য।