এত বড়ো সেলিব্রেটি হয়েও নেই এক বিন্দু অহংকার! মাঠের মধ্যে ট্রাক চালিয়ে চাষ করে নেটদুনিয়ায় ঝড় তুললেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, ভাইরাল ভিডিও

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। তামিল, তেলেগু ও মালায়ালাম সিনেমার,

দর্শকের কাছে তার নাচের আলাদা কদর রয়েছে। জাতীয় ক্রাশ বলা হয় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে।

তার শারীরিক সৌন্দর্য ও সাবলীল অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। ১৯৯২ সালে ৯ মে তামিলনাড়ুর নীলগিরি জেলার কোটাগিরিতে জন্ম তাঁর।

ছোটবেলা কেটেছে কোয়ম্বত্তূরে। তবে মা-বাবা এবং বোনের সঙ্গে এখন কোচিতে থাকেন। তাঁর বাবা আবগারি দফতরে কাজ করেন। মা এক জন নৃত্যশিল্পী। মাকে দেখেই ছোট থেকে নাচের প্রতি ভালবাসা তৈরি হয়েছে তাঁর। সাই পল্লবী কখনও নাচ শেখেননি। কিন্তু প্রশিক্ষিত না হয়েও তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করে। শুধু অভিনয়ই নয়, তাঁর ব্যক্তিত্ব এবং সাদামাটা থাকার অভ্যাস দর্শকদের তাঁকে ভালবাসতে বাধ্য করেছে। বিনোদন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে যখন নিজেদের প্রকৃত রূপ মেকআপের আড়ালে ধামাচাপা দেন প্রায় সমস্ত অভিনেতাই, সেখানেও নজির সাই পল্লবী। ব্রণর লাল দগদগে দাগ এবং কোঁকড়ানো উস্কোখুস্কো চুল নিয়েই দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ত্বকের দাগগুলো কখনও মেকআপের আড়ালে লুকোনোর চেষ্টাও করেন না। সাই পল্লবী এক সময় নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেন।

প্রথম দিকে অভিনয়ের সুযোগও পাচ্ছিলেন না। কিন্তু তিনি হাল ছাড়েননি। বাইরের রূপই যে সব কিছু নয়, তা প্রমাণ করার মরিয়া চেষ্টা তাঁকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। ২০১৪ সালে জর্জিয়ায় থাকাকালীন পরিচালক আলফোনসে পুথারেন ‘প্রেমাম’ ছবির প্রস্তাব দেন তাঁকে। সাই পল্লবী তখন জর্জিয়ার পড়াশোনা করছিলেন। ছুটিতে বাড়ি ফিরে তিনি ছবির শ্যুটিং করেন। প্রথম ছবি থেকেই তাঁর অভিনয় পছন্দ করতে শুরু করেন দর্শকেরা। প্রথম ছবিতেই সাই পল্লবী প্রমাণ করে দিয়েছিলেন, মুখের খামতি লুকিয়ে ‘সুন্দরী’ না হয়েও দর্শকদের মন জয় করা যায়। প্রথম ছবিতেই সাই পল্লবী প্রমাণ করে দিয়েছিলেন, মুখের খামতি লুকিয়ে ‘সুন্দরী’ না হয়েও দর্শকদের মন জয় করা যায়। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা গেছে গ্রামের চাষের জমিতে ট্রাক্টর চালাচ্ছেন অভিনেত্রী সাই পল্লবী।

এই ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকেই। তবে আসল ঘটনা হলো এটি একটি সিনেমার শুটিং এর দৃশ্য। এই সিনেমায় অভিনয় করতেই অভিনেত্রী ট্রাক্টর চালিয়েছিলেন গ্রামের চাষের জমিতে। আর ফেসবুক থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে শুধুমাত্র অভিনেত্রী ট্রাক্টর চালানোর দৃশ্যই দেখানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে চাষের জমির মধ্যে একদম কাদায় ভর্তি। আর সেই কাঁদার মধ্যেই এদিক ওদিক ঘুরিয়ে ট্রাক্টর চালাচ্ছেন অভিনেত্রী। এমনিতেই অভিনেত্রী ভক্তরা সকলেই জানে যে অভিনেত্রী কতটা সাদামাটা। আর তারপর এই সিনেমার একটি দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্ট সংখ্যায় ভরে গেছে। ভিডিওটি ফেসবুকে AK Mondal নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। বর্তমানে ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন আর লাইক করেছেন ৮৬০ হাজার মানুষ। এদিকে ভিডিওটিতে কমেন্ট সংখ্যা হয়েছে প্রায় হাজারের কাছাকাছি এবং ভিডিওটিতে চারিদিকে শেয়ার করেছেন ছয় হাজার মানুষ।