রাস্তার মধ্যে হাতে পুটিলি নিয়ে কোমর দুলিয়ে তুমুল নাচ নাচলেন অভিনেত্রী শ্রীময়ী, তুমুল ভাইরাল ভিডিও

বাঙালি আর বাংলা সিরিয়াল শব্দ দুটো যুগেরপর যুগ একসাথে জড়িত। সন্ধ্যে হলেই বাঙালির বাড়িতে বাড়িতে টিভির সামনে এসে হাজির হন বাড়ির মেয়ে বউরা। এমনকি কিছু পুরুষও অফিস থেকে ফিরে সিরিয়াল দকেহতে শুরু করেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল,

হল ‘শ্রীময়ী (Sreemoyee)’। সিরিয়ালে মুখ্য চরিত্র শ্রীময়ীর ভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। আর তার সাথে তার স্বামীর অনিন্দের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখার্জী (Sudip Mukherjee)।

অভিনয় জগতের সাথে যুক্ত থাকা অভিনেতা-অভিনেত্রীরা আমাদের মনের মনিকোঠায় চির স্মরনীয় হয়ে থাকে অনেক সময় । এবং এমন ত ঘটতে দেখা যায় শুধুমাত্র তাদের অভিনয় দক্ষতার জন্য অর্থাৎ দিনের পর দিন বিভিন্ন ছায়াছবি বা ধারাবাহিকে তারা তাদের অভিনয় দক্ষতা প্রদর্শন করে চলে।

যার ফলে আমাদের জনপ্রিয় আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ইন্দ্রানী হালদার একজন বাঙালী অভিনেত্রী ইন্দ্রানী, যিনি মামণি নামেও পরিচিত, ১৯৭১ সালের ৬ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।

তার বাবা সঞ্জয় হালদার। তিনি তার স্কুলজীবন অতিবাহিত করেন মাল্টিপারপোস গার্লস স্কুলে এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন যোগময় দেবী কলেজ থেকে, যেটিকলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি থাঙ্কুমনি কুট্টি’র কাছে ক্লাসিকাল নৃত্য শিখেন।

প্রযোজক অমরেন্দ্র ঘোষের সাথে বিবাহ বি-চ্ছে-দের পরে তিনি সঞ্জীব দাসগুপ্তের বিপরীতে দহন –এ অভিনয় করেন। কিন্তু পরে তিনি একজন বিমান চালককে বিয়ে করেন। অভিনয়ে তার অভিষেক ঘটে শিশু শিল্পী হিসেবে, তেরো পার্বণ সিরিয়াল নাটকে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত

অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্টভাবে সক্রিয় থাকেন সবসময়। মাঝেমধ্যে অনুগামীদের উদ্দেশ্যে তুলে ধরতে দেখা যায় একাধিক ছবি বা ভিডিও যা মুহূর্তের মধ্যে তাঁর জনপ্রিয়তা কে পুনরায় বাড়িয়ে তোলে। তবে আজকে যে ভিডিও ঘটনা নিয়ে কথা বলতে,

চলেছি সেটি সম্পূর্ণ আলাদা রকম একটি ঘটনা। এবং এই ঘটনাটি এই প্রতিভা তার মধ্যে রয়েছে সেটি হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে ইন্দ্রানী হালদারকে কোন এক পাহাড়ি জায়গায় পাহাড়ি মেয়েদের মত শাড়ি পড়ে নাচতে।

“সুন্দরী কমলা ” গানে অসাধারণ নৃত্য প্রদর্শন করলো অভিনেত্রী ইন্দ্রানী হালদার। শুধুমাত্র গান নয় তার তালে তালে নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। অভিনয় দক্ষতার পাশাপাশি তিনি যে এত সুন্দরভাবে নাচতে করেন তা হয়তো এর আগে কখনো জানা ছিল না তার অনুগামীদের। জানা গেল এই ভিডিওর মাধ্যমে,

তাই একপ্রকার অবাক হয়েই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সে ভিডিওটি। দেখে ফেলেছে অনেকে, এসেছে প্রচুর মন্তব্য। প্রচুর মানুষ পছন্দ করেছে ইন্দ্রানী হালদারের এই নাচের ভিডিও। কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এই ভিডিও।