মায়ের উদ্দেশ্য আবেগভরা গান গাইতে গাইতেই কেঁদে ফেললেন বিনীত, শিল্পীকে নিজের কাছে ডেক জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বিচারক বিশাল, ভাইরাল ভিডিও

প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে ইন্ডিয়ান আইডল।

বর্তমানে চলছে এর ১৩ তম সিজন। কিছুদিন আগেই শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল। এবছর বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া,

নেহা কক্কর ও বিশাল দাদলানি। সিজনের প্রথম থেকেই প্রশংসা পাচ্ছে বিনীত সিং। অডিশনের সময় থেকে মানুষের মনে জায়গা করেছেন তিনি।

এর আগে তাঁকে সারেগামাপা-তেও দেখা গিয়েছিল। যদিও সেই শোতে তিনি বেশি দূর যেতে পারেননি। বিনীত এরমধ্যেই বলিউডের অনেক চলচ্চিত্রের জন্য গান গেয়ে ফেলেছেন। তাঁর জীবনের শ্রেষ্ঠ পারফরম্যান্স হয়ত তখন ছিল যখন বাবা মারা যাওয়ার চার দিনের মধ্যে মঞ্চে এসে সে পারফর্ম করে। সেদিন থেকেই দর্শকমনে বিনীতের জন্য আলাদা জায়গা রয়েছে। এবারের মা স্পেশাল পর্বে প্রতিযোগীদের বলা হয়েছিল, মা কে উদ্দেশ্য করে গান গাইতে। এদিন বিনীত গেয়েছিল ‘মা মেরি মা’ গানটি। আমরা জানি বিনীতে বাবা মারা গিয়েছেন। তাই মা কে সম্বল করেই জীবন কাটাচ্ছে সে।

মা যে তাঁর জীবনে কি তা ফুটে উঠেছে বিনীতের চ্যুজ করা গানের কলিতেই। সবটুকু দরদ দিয়ে গানটি গেয়েছে সে। গাইতে গাইতে চোখ দিয়ে টপটপ জল পড়েছে অঝোরে। তাঁর মা ও চোখ ভিজিয়ে হাসি মুখে তাকিয়ে ছিলেন ছেলের দিকে। এমনকি বিচারকেরাও স্থির থাকতে পারেনি। বিশাল দাদলানি জড়িয়ে ধরে বিনীতকে। তার চোখেও জল। এই পারফরম্যান্সের ভিডিওটি আপলোড করা হয়েছে দ্যা গ্রেট ভিডিওস নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। মাত্র এক মাস আগে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লাখ মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। কমেন্ট করে বিনীতের প্রশংসা করেছেন। এমনকি একজন লিখেছেন, শীঘ্রই রফি সাহেবের অভাব পূরণ হয়ে যাবে। রফি অর্থে মহম্মদ রফির কথা বুঝিয়েছেন তিনি। সবমিলিয়ে বেশ মনজয় করে নিয়েছে লক্ষ্ণৌয়ের বিনীত সিং।