



সুপারস্টার সিঙ্গার সিজন-২ শেষ হয়েছে মাত্র কিছুদিন আগেই। তবে এখন অব্দি এই শো এর রেশ কাটিয়ে উঠতে পারেনি ভক্তরা।




এবারে বিজেতা হয়েছে মোহাম্মদ ফায়েজ। সোশ্যাল মিডিয়া খুললেই এখন ফায়েজের নানান রকমের পারফরম্যান্স উঠে আসছে।




সম্প্রতি এবার একটি ভিডিও ভাইরাল হল যেখানে দেখা গেল মঞ্চে শিল্পা শেট্টির সাথে একটি দুর্দান্ত পারফরম্যান্স দিল ফায়েজ।
ফায়েজের দুর্দান্ত পারফরম্যান্স দেখে অবাক সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা। ভিডিও শুরু হতে ফায়েজের একটি দুর্দান্ত পারফরম্যান্স উঠে এলো। এই দিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী শিল্পা শেট্টি। আর শিল্পা শেট্টির সাথেই মঞ্চে ফায়েজ একটি নজর করা পারফরমেন্স দিল। শিল্পা শেট্টি পর্যন্ত মুগ্ধ হয়ে গেলেন ফায়েজের এমন অসাধারণ পারফরম্যান্স দেখে। শুরুতে দেখা গেল ফায়েজ কে কে এবং প্রীতম চক্রবর্তীর গাওয়া “আলবিদা” গানটি গাইলো। যেভাবে ফায়েজ সেদিন তার গলা ছেড়ে অসাধারণ ভাবে এই গান গেয়ে শোনালো তার গান শুনে মুগ্ধ হয়ে যাবে সকলে। ফায়েজের গান শুনে বিচারকের স্থানে বসে থাকা শিল্পা শেট্টি বলে উঠলেন বাহ বাহ। প্রত্যেক দিনের থেকে এই দিনে ফায়েজের পারফরমেন্স ছিল দেখার মতো।
এত অসাধারণ ভাবে ফায়েজ এদিন গানটি গেয়ে শুনিয়েছে তার গান শুনে অনুরাগীরাও পুরো মুগ্ধ হয়ে গেছে। প্রথম দিন থেকেই ফায়েজ সকলের চোখের মনি। অডিশন পর্ব থেকে শুরু করে গ্র্যান্ড ফিনালের দিন অব্দি ফায়েজ জিতে এসেছে সকলের মন। সুপারস্টার সিংগারের মঞ্চে ফাইভের প্রত্যেকটি পারফরম্যান্স একদম দেখার মত ছিল। আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই পারফরমেন্সটি। যেকোনো গানকে ফায়েজ এত ভালোবেসে গায় যে শুনে যেন মনে হবে কোন বড় সিঙ্গার গান গাইছেন। একদম প্রত্যেকটি গানকে মন থেকে ফিল করে ফায়েজ গায়ে যার ফলে তার গলার আওয়াজ হয় একদম অপূর্ব। হিমেশ রেশমিয়াও ফায়েজ এর গান শুনে বাহ বাহ করে উঠলেন। গোটা মঞ্চ যেন তার গানের গলায় কেঁপে উঠেছিল।
জাবেদ আলী, আলকা ইয়াগনিক সকলেই পুরো প্রশংসা করে ভরিয়ে দিলেন। ফায়েজ এখন ভারতবর্ষের খুবই জনপ্রিয় একটি ছোট গায়ক হয়ে উঠেছে। কারণ ফায়েজের গলায় রয়েছে জাদু তার প্রত্যেকটি মেলোডি ভরা গান ছুঁয়ে যায় মন। আর এবারে তো ফায়েজ শিল্পা শেট্টি কেউ পর্যন্ত মুগ্ধ করে দিল। নিজের দুর্দান্ত গানের গলা দিয়ে এভাবে সকলের মন জিতে নেয় ফায়েজ। ভিডিওটি কিছু মাস আগেই Crazytalk tik নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তারপর থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একদম ছড়াছড়ি। ৫১৪ হাজার ভিউস ইতিমধ্যেই পড়ে গেছে ভিডিওটিতে আর সাথে লাইক অসংখ্য কিছু কম নেই। ৮.৩ হাজার লাইক সংখ্যা ও পার করে গেছে ভিডিওটি। কমেন্ট সংখা এসেছে ভরপুর।