



উইকিপিডিয়া বলছে তাঁর বয়স ৩৮, কিন্তু তাকে দেখে মন থেকে মানতে কষ্ট হয় যে তিনি ২৫ পেরিয়েছেন। এভাবেই যিনি নিজের শরীরের,




তারুন্য আর মুখশ্রীর লাবন্য ধরে রেখে জেনওয়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন, তিনি মনামী।
এককালে ছোটোপর্দায় রাজ,




করেছেন অভিনেত্রী মনামী ঘোষ। তবে সেসব পেরিয়ে গিয়েছে এক যুগ। ছোটোপর্দায় তার শেষ কাজ ইরাবতীর চুপকথা।
View this post on Instagram
সেই ধারাবাহিকও মাসছয়েক আগে শেষ হয়েছে। তবে মনামী কিন্তু কিছুতেই দর্শকের নজরের আড়ালে যেতে নারাজ। এই কারণেই নিজের ছবি ও রোজনামচা ভাগ করে নেন তিনি। স্যোশাল মিডিয়ায় ভীষণ সক্রিয় মনামী। নিজের ছবি ভিডিও পোস্ট করে দর্শককে সবসময় মাতিয়ে রাখেন। এই যেমন সম্প্রতি পোস্ট করেছিলেন বোল্ড লুকের ছবি। কালো স্পোর্টস ব্রায়ের সাথে পেয়ার আপ করেছিলেন শর্ট জ্যাকেট। কালো ডেনিমের সাথে মিলিয়ে হালকা মেকআপ করেছিলেন। খোলা হাইলাইটেড চুল উড়িয়ে একের পর এক পোজ দিয়ে ফটোশ্যুট করেছিলেন। চোখে ছিল কালো ফ্রেমের চশমা। বোল্ড লুকের ছবি পোস্ট করতেই প্রশংসার ঝড় ওঠে।
এত বয়স হওয়া সত্ত্বেও কীভাবে নিজেকে স্লিম রেখেছেন অভিনেত্রী তা জানতে মন চায় সকলেরই। মনামীর সেই পোস্টে লাইক পড়েছিল ৬১ হাজার। ক্যাপশনে মনামী লিখেছিল, “মঙ্গলবার যখন রবিবারের মতো মনে হয়।” মঙ্গলবার রবিবারের মতো মনে হোক কি না হোক সোম থেকে রবি প্রতিদিনই অনুরাগীরা মনামীকে পর্দায় মিস করে। বড়পর্দায় তাঁর শেষ কাজ ছিল বেলাশুরু। সৌমিত্র এবং স্বাতীলেখার ছোটোমেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ঐ ছবিতে টাপাটিনি গানের সঙ্গে অভিনেত্রীর নাচও ছিল অত্যন্ত প্রশংসনীয়। ভালো নাচার জন্য এমনিতেই জনপ্রিয়তা রয়েছে মনামীর। নিজের নাচের রুটিন ফলো করেই কি এভাবে ফিট এন্ড স্লিম রেখেছেন মনামী নিজেকে? কি মনে হয়?