



চিরসবুজ সৌন্দর্যের অধিকারী তিনি। তার জৌলুস দেখে বয়স আন্দাজ করা মুশকিল। সঙ্গে তার ব্যাক্তিত্বপূর্ণ আচরণ! তিনি আর কেই,




বা হবেন রচনা ব্যানার্জি ছাড়া। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী।শুধু টলিউডই নয় ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির এককালের,




প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি।বহু ছবিতে অভিনয় করে বাংলা ও ওড়িয়া দুই রাজ্যের মানুষদের মন জয় করে নিয়েছিলেন রচনা।
View this post on Instagram
বহুদিন বড়পর্দায় কোনো কাজ করতে দেখা যায়নি তাকে। তবে গত দশ বছর ধরে দিদি নং১ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে তাকে প্রতিটি মানুষ আপন করে নিয়েছে। একবাক্যে সকলেই স্বীকার করবেন রচনার মতো ব্যক্তিত্বময়ী অভিনেত্রী খুব কমই রয়েছে। বড়পর্দা থেকে দূরে থাকলেও অনুরাগীদের থেকে কিন্তু দূরত্বে নেই তিনি। কালের নিয়মে গা ভাসিয়ে স্যোশাল মিডিয়াতে দারুন সক্রিয় তিনি। তবে নিজেকে কেবল অভিনেত্রীর গন্ডীতেই আটকে রাখেননি, প্রতিষ্ঠিত করতে চেয়েছেন একজন ব্যবসায়ী হিসেবেও। কিছুমাস আগেই তিনি শুরু করেছেন নিজের শাড়ির ব্যবসা, রচনা’স ক্রিয়েশন। সেখানে তিনি নিজে সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া বালুচরী থেকে কাঞ্জিভরম,
সিল্ক থেকে জর্জেট, তাঁত থেকে বেনারসী সব রকমের শাড়ি। এরপর নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। এবং একটি একটি করে প্রত্যেকটি শাড়ি দেখান ও বর্ননা করেন। গ্রাহকরা সেই শাড়ির নম্বর নোটডাউন করে রাখেন এবং ভবিষ্যতে ফোন করে বুকিং করেন। তবে সুখের খবর হল শুধু বাংলা কিংবা দেশের মধ্যে নয়, গন্ডী ছাড়িয়ে রচনা’স ক্রিয়েশন পাড়ি দিয়েছে বিদেশেও। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন রচনা। আর তাঁর মাধ্যমে জানিয়েছেন দুবাইতে তিনি নিয়ে গিয়েছেন রচনা’স ক্রিয়েশন। এমনকি সেখানে কিছু ক্রেতাও জুটিয়ে ফেলেছেন তিনি। ছবি পোস্ট হওয়া মাত্র অনুরাগীরা কমেন্টবাক্স শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভরে তাঁর পোস্টটি।