



প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে,




সুপার স্টার সিঙ্গার। সম্প্রতি শেষ হয়েছে এই শোয়ের দ্বিতীয় সিজন। প্রত্যেক এপিসোডে থাকে প্রচুর গল্প ও আনন্দ। জনপ্রিয় সোনি চ্যানেলের,




এই গানের রিয়্যালিটা শোয়ে বিচারকের আসনে রয়েছেন অলকা ইয়াগনিক, হিমেশ রেশমিয়ার মতো সঙ্গীতের মহারথীরা।
এই সিজনের অন্যতম প্রতিভাবান প্রতিযোগী ছিল ঋতুরাজ। যার গান শুনে মন ভালো হয়ে যেত সকলের। সম্প্রতি একটি এপিসোডের স্মৃতিচারণা করতে গিয়ে উঠে এল যখন সে গেয়েছিল ‘দে দে প্যেয়ার দে’ গানটি। তার গান শুনে বেশ উপভোগ করেছিল জাভেদ আলি ও হিমেশ রেশমিয়া। এত ছোটো বয়সে এমন বিরল কন্ঠের অধিকারী হলেও দূর্ভাগ্যবশত তাঁর তেমন কোনো ফ্যানবেস গড়ে ওঠেনি। ঋতুরাজকে ঠিক গানও দেওয়া হত না সবসময়। সাধারণত ক্লাসিক্যাল গানের বেস তাঁর সুরে থাকলেও তাকে দেওয়া হত লারেলাপ্পা গান। আর এইকারণেই বেশ কয়েকবার রুষ্টও হয়েছিল দর্শকরা। ঋতুরাজ বেশী জায়গা করে নিতে পারেনি কারণ এই সিজনে সকলের চোখের মণি হয়ে উঠছিল ফেজ,
মানিরা। সে যেই গানই গাক না কেন তা খাঁটি সোনার মতো পছন্দ হয়ে যেত বিচারকদের। সকলেই মনে করেছিল মানি এবং ফেজ হয়ত যুগ্ম বিজয়ী হবে তবে তা ভুল প্রমাণিত করে সেরার শিরোপা ফেজের মাথাতেই উঠেছে। প্রসঙ্গত, ঋতুরাজের এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল বলিউড আনরেস্ট নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। চার মাস আগে পোস্ট করা হলেও ভিডিওটিতে একদমই ভিউজ আসেনি। কেবল দুজন মাত্র মানুষ দেখেছিল ভিডিওটি। সুপারস্টার সিঙ্গার শেষ হয়েছে মাসখানেক হল। শোটি শেষ হওয়ার পর থেকে ঋতুরাজেরও কোনো ইয়ত্তা পাওয়া যায়নি এখনও পর্যন্ত। সুপারস্টার সিঙ্গারের দর্শকরা চায় ঋতুরাজ যেন ভবিষ্যতেও গানের জগতে থাকে।