



প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে ইন্ডিয়ান আইডল।




বর্তমানে চলছে এর ১৩ তম সিজন। কিছুদিন আগেই শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল। এবছর বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া,




নেহা কক্কর ও বিশাল দাদলানি। ইতিমধ্যেই শর্মিলা ঠাকুর এসে অতিথি বিচারকের আসন অলংকৃত করেছিলেন।ইতিমধ্যেই গান গেয়ে সকলকে,
আকৃষ্ট করে ফেলেছে ঋষি সিং নামক এক প্রতিযোগী। অযোধ্যার বাসিন্দা ঋষির কন্ঠে যেন জাদু রয়েছে। সম্প্রতি সে গেয়েছে কবির সিং ছবির ‘বেখায়ালি মে ভি তেরা’ গানটি। এই পর্বে বিশেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা। ঋষির গান আয়ুষ্মানের এতই ভালো লেগেছিল যে সে মঞ্চে গিয়ে জড়িয়ে ধরে। বিশাল, হিমেশ ও নেহারও খুবই পছন্দ হয়েছে ঋষির গাওয়া গান।
ঋষির এই ধামাকাদার পারফরমেন্সের ভিডিও পোস্ট করা হয়েছে দ্যা গ্রেট ভিডিওস নামক ইউটিউব চ্যানেল থেকে। মাত্র একদিন আগে পোস্ট করা ভিডিওতে ইতিমধ্যেই হাজার পাঁচেক মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন অনেকেই। কমেন্টবাক্সে ঋষির প্রশংসায় মুখরিত হয়েছেন নেটিজেনরা। আর তা দেখেই বেশ বোঝা যাচ্ছে, ইতিমধ্যেই ঋষির একটি ফ্যানবেস গড়ে উঠেছে। নেটিজেনরা দাবি করছেন একটা বার যেন নেহা কক্করের সঙ্গে পারফর্ম করতে দেওয়া হয় ঋষিকে।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের গত সিজনের প্রথম রানার আপ ছিলেন বঙ্গকন্যা অরুনিতা। প্রথম হয়েছিলেন পবনদ্বীপ রাজন। এখন দেখার গোটা সিজনটাই কি ঋষি এভাবেই সকলের মন জয় করতে পারে কিনা! এদিকে আবার গত সিজনের চ্যাম্পিয়ন পবনদ্বীপের সঙ্গেও তুলনা করা শুরু হয়েছে ঋষির। তবে নেটিজেনদের একাংশের মত, ঋষি ভালো হলেও পবনের মতো প্রতিভা কিন্তু লাখে মেলে। তাই পবনদ্বীপ রাজনের সঙ্গে তুলনা করার সময় এখনও আসেনি।