এত বড় একজন সেলিব্রেটি এদিকে নেই কোন অহংকার! সাধারণ মানুষের মতো রাস্তায় দই ফুচকা খাচ্ছে অভিনেত্রী দীপান্বিতা, রইলো ভিডিও

বাংলা ধারাবাহিক আর ছাপোষা পরিবারের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সন্ধ্যে হলেই সারাদিনের ক্লান্তি ধুয়েমুছে তারা রিল লাইফের,

সাংসারিক দোটানার চিন্তায় মগ্ন হয়ে যান। ওই টুকু সময় ফোন পড়ে থাকে অবহেলায়। অথবা বর্তমানে হটস্টার প্রভূত অ্যাপের মাধ্যমে মোবাইলেও দিনের,

দিন এপিসোড দেখে ফেলতে পারেন তারা। এইজন্যেই ধারাবাহিকের চরিত্র দের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ হয়ে যায় দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)


ফলত চরিত্রের বাইরে গিয়েও অভিনেত্রী এটা ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সম্পর্কে জানার ইচ্ছে এবং কৌতূহল তৈরি হয় দর্শকদের মধ্যে। পেঁপে দিয়ে চেপে শিলনোরায় বেঁটে…. হ্যাঁ, বাকিটা নিশ্চয়ই আউরে ফেললেন আপনি? ‘খুকুমণি হোম ডেলিভারি’র দৌলতে টেলিপাড়ায় বেশ চেনা নাম দীপান্বিতা রক্ষিত। স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে মুখ‍্য চরিত্রে ছিলেন তিনি। যদিও ধারাবাহিকে তার অতিরঞ্জিত চরিত্রের অভিনয় দেখে দর্শকরা নিন্দামন্দ করত। তাই খুব অল্প সময় চলেই টিআরপির অভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে তারপরেও দর্শকমনে রয়ে গিয়েছে খুকুমণির চরিত্রটি। বর্তমানে তিনি ডান্স ডান্স জুনিয়রের মেন্টর। তবে যত যাই হোক স্যোশাল মিডিয়াতে পরিচিতি বাড়ছে দীপান্বিতার।

বর্তমানে তাঁর দুই লাখ ছুঁই ছুঁই ফলোয়ার। তাঁদের জন্য নিয়মিত ছবি ভিডিও পোস্ট করেন দীপান্বিতা। আগে খুকুমণি হোম ডেলিভারির সেট থেকে করতেন বেশীর ভাগ, এখন সেসব ব্যাতিরেকে শেয়ার করছেন রোজনামচাও। এই যেমন সম্প্রতি দ‌ইফুচকা খেয়েছেন অভিনেত্রী, সেই টাও ভিডিও করে রিলে পোস্ট করেছেন দীপান্বিতা। ক্যাপশনের হ্যাশট্যাগে জানিয়েছেন তিনি পেটুক। সাধারণ জগার আর টিশার্ট পড়ে রাস্তায় দাঁড়িয়ে একদম সাধারণ মানুষের মতোই ফুচকা খেতে দেখা যাচ্ছে দীপান্বিতাকে। তাঁর এই মাটির মানুষ হয়ে থাকা বিষয়টিই দর্শকরা পছন্দ করেন। আর তাই তার পোস্টে নেগেটিভ কমেন্টের সংখ্যা খুব কম‌ই। রিল ভিডিওতে ‘দ্যা গোলগাপ্প সং’ জুড়েছেন তিনি। ইতিমধ্যেই পঞ্চাশ হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। লাইক করেছেন সাত হাজারের‌ও বেশী মানুষ।