



কয়েক সপ্তাহ আগেই আলিয়া ভাট জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া।




ফলে জল্পনা শুরু হয়েছে, সম্ভবতঃ বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন আলিয়া। কিছুদিন আগেই তাঁর হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং শেষ করে,




মুম্বই ফিরেছেন আলিয়া। তাঁকে পিক আপ করতে মুম্বই এয়ারপোর্টে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। এছাড়াও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’-এর,
প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর ও আলিয়া। তবে আপাতত আলিয়া তাঁর হাতে থাকা ফিল্মের কাজ শেষ করে বিশ্রাম নিতে চান। নতুন কোনো ফিল্মের চুক্তি স্বাক্ষর করতে চান না তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তাঁদের জীবনে এটা একটা নতুন সময়। নতুন করে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। জীবন তাঁদের অনেক কিছুই শিখিয়েছে। তার জন্য উদ্বেগ, আনন্দর সাথে রয়েছে আশঙ্কাও। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, রাণবীর তাঁর শীঘ্রই জন্ম নেওয়া শিশুর জন্য একটি নার্সারি তৈরির বিষয়ে মুখ খুললেন। যখন রণবীরকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তাঁর সন্তানের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? উত্তরে রণবীর কাপুর বলেন যে এই মুহূর্তে তিনি কেবল তাঁর স্ত্রীর সঙ্গে স্বপ্ন দেখছেন এবং প্রতিটি দিন কাটাচ্ছেন।
রণবীর আরও বলেছেন, “প্রত্যেক উদীয়মান মা-বাবার মতো আমরা নার্সারী তৈরি করতে শুরু করেছি, তাই মজার সব কাজ করছি। কিন্তু এই ধরণের ঘটনার জন্য প্রত্যাশা, উত্তেজনা, নার্ভাসনেস এবং উদ্বেগ কোন কিছুর সঙ্গে তুলনা হয় না। এটি তুলনার বাইরে।” রানবির আর আলিয়া মিলে তাদের নতুন বেবির জন্য একটি সুন্দর নার্সারি তৈরি করেছেন। যেখানে বেবির খেলা করার এবং অনেক কমফোর্ট জন হিসেবে এটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই একদম নিউট্রাল কালার ইউজ করতে শুরু করে দিয়েছে রানবির আলিয়া তাদের বেবির জন্য। রণবীর আর আলিয়া দুজনেরই জঙ্গলের সাফারি করতে খুব ভালোবাসেন তাই জন্য তাদের বেবির জন্য তারা জঙ্গলের থিম দিয়ে এই পুরো নার্সারি সাজিয়েছেন।
খুব সুন্দর দেখতে হয়েছে তাদের নতুন বেবির জন্য তৈরি এই ঘর। এখন থেকেই এই ভাবেই রানবির আর আলিয়া মজায় ভরা নানান ধরনের কাজ করছেন। খালি এখন বেবি আসার অপেক্ষায় আছেন এই জুটি। ১৪ এপ্রিল রণবীরের বাড়ি ‘বাস্তু’র বারান্দায় বিয়ে করেন রণবীর-আলিয়া। আর বিয়ের আড়াই মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী। খবর বলছে, নভেম্বরেই আলিয়ার কোল আলো করে আসবে জুনিয়ার ভাট কাপুর। সম্প্রতি এই ভিডিও ইউটিউবে Bollywood Rides নামের চ্যানেলে ভাইরাল হয়েছে। ৭.৮ হাজার মানুষ বর্তমানে এই ভিডিও দেখেছেন এবং লাইক করেছেন বহু মানুষে। ভিডিওটি দেখে অনুরাগীরাও সুন্দর সুন্দর কমেন্ট করেছেন।