ধারাবাহিকে নতুন চমকে রাজস্থানী সাজে রাস্তায় দুর্দান্ত কায়দায় নাচলেন মিঠাইরানী, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলা সবথেকে জনপ্রিয় এবং দর্শকদের অত্যন্ত পছন্দের একটি ধারাবাহিক হলো মিঠাই ধারাবাহিক।

গত বছর ২০২১ সালের ৪ঠা জানুয়ারি প্রথম জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। দেখতে দেখতে দেড় বছর কেটে গিয়েছে এখনো মিঠাইয়ের,

জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ধারাবাহিকের প্রধান দুই চরিত্র মিঠাই এবং সিদ্ধার্থের জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া। এই দুই চরিত্রে অভিনয় করছেন,

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)


অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়। দুজনেই দর্শকমহলে বেশ পরিচিত। তবে মিঠাই ধারাবাহিকে এই দুই সদস্য ছাড়াও বাকি সদস্যরা দর্শকের অত্যন্ত পছন্দের। তবে বেশ কিছুদিন ধরে টিআরপির তালিকায় নিজেদের স্থান হারিয়েছে মিঠাই ধারাবাহিক। যার ফলে ভক্তদেরও মন খারাপ। টিআরপি তালিকায় আবারো নিজেদের প্রথম স্থান ছিনিয়ে নিতে ধারাবাহিককে নতুন কিছু চমক এবং টুইস্ট আনতে হবে। সম্প্রতি এবার রাজস্থানী লোকে ধরা দিল সকলের প্রিয় মিঠাই রানী। হয়তো এই রাজস্থানী লুক এবার ধারাবাহিকে নতুন চমক আনার জন্যই। সম্প্রতি অভিনেত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকেই এই রিল ভিডিও শেয়ার করেছেন ভক্তদের সাথে। ভিডিওতে দেখা গেল রংবেরঙের ঘাগড়া চোলি পড়ে মাথায় গোলাপি রঙের ওড়না ঢেকে ঘুরেফিরে নাচ করছে মিঠাই রানী।

আবার দেখা গেছে পোশাকের সাথে ম্যাচিং করে হাতে এবং গলায় গহনা আর মাথায় তিকলি। সাথে মুখে হালকা মেকআপ। পুরো এই রাজস্থানী লুকে ধরা দিয়েছে এবার মিঠাই। মিঠাই এর এই নতুন সাজ কিন্তু তার ভক্তদের খুবই পছন্দ হয়েছে। ভিডিওটি ভাইরাল হতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে চারিদিকে। এমনকি ভিডিওতে দেখা গেছে খালি পায়ে নাচ করছে মিঠাই। তারই রাজস্থানী পোশাক একদম নজর কেড়ে নিয়েছে সকলের। গোলাপি, হলুদ রঙের ঘাগড়া আর সবুজ রঙের ব্লাউজে অসাধারণ দেখতে লাগছে মিঠাই রানী কে। আর সবচেয়ে বেশি নজর কেড়েছে মিঠাইয়ের মাথায় গোলাপি রঙের ওড়না। সব সময়ের মতো মুখে এক মিষ্টি হাসি নিয়ে নাচ করছে মিঠাই। ভিডিওটি শেয়ার করে মিঠাই ক্যাপশনে লিখেছে “কৃষ্ণা কৃষ্ণা”।

একটি রাজস্থানী গানের সাথেই নাচ করেছে মিঠাই। এমনকি এবারে জি বাংলার ২৩ বছরের উপলক্ষে মিঠাই পরিবারের সকলকেই এরকম রাজস্থানী পোশাকে সেজে দেখা গেছে। জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকেও একটি রিয়েল ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে তাদের সকলকে দেখা গেছে। এবারে কি এই নতুন টুইস্ট আসতে চলেছে সেটার দেখার জন্যই অপেক্ষা করে বসে রয়েছে ভক্তরা। ইতিমধ্যেই এই ভিডিওটি ১১৪ হাজার মানুষ দেখে নিয়েছেন আর লাইক করেছেন ২৭ হাজার মানুষ। আর সাথে এসেছে অসংখ্য মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্ট। ইতিমধ্যে এই ভিডিওটি খুব পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।