







টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম মিষ্টি কাপেল রাজা মধুবনীর ওরফে ওম-তোরা। ভালবাসা ডট কমের সেটেই তাদের ভালোবাসার সূত্রপাত, তারপর বিয়ে করে জমিয়ে সংসার করছেন দুজনে। অভিনয় যেমন করেন, তেমনই গৃহিনী হিসেবেও বেশ পরিপাটি অভিনেত্রী মধুবনী৷ হাতে শাঁখা পলা, মাথায় চওড়া সিঁদুর পরে সুখী দাম্পত্য রাজা-মধুবনীর। বর্তমানে তাদের মধ্যে এসেছে ছোট্ট কেশব। এখন তাকে নিয়েই দিন কাটছে মধুবনীর। ছোট্ট শিশুটির সব দায়িত্বই তাঁর।




তবে ছেলে যত্ন নেওয়ার পাশাপাশি এখন তিনি কাজে ফিরেছেন। না টেলিভিশনে জগতে নয়। তার পরিবর্তে নিজের বিউটি পার্লার খুলে ফেলেছেন অভিনেত্রী। এখন বিউটি পার্লার সামলাবেন তিনি। গত বছর পুজোর আগে মধুবনী ধুমধাম করে আহিরিটোলায় নিজের বিউটি পার্লার খোলার অ্যানাউন্সমেন্ট করেন। আর তাঁর এই উদ্যোগে মধুবনী পাশে পেয়েছেন তার স্বামী রাজাকে।




সাম্প্রতিক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তিন তিনটি সুন্দর ছবি পোস্ট করেছেন মধুবনী গোস্বামী। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তাঁর স্বামী রাজা গোস্বামী তাঁকে ভালোবেসে যত্ন করে এক পিস চকলেট কেক খাইয়ে দিচ্ছেন। দুজনেরই মুখ সেসময় ক্যামেরার দিকে। এছাড়া আরও দুটি ছবি পোস্ট করেছেন মধুবনী গোস্বামী। সেখানে দেখা গিয়েছে হাসি মুখে হালকা সাজে মধুবনী সেলফি তুলেছেন। ছবি দেখে মনে হচ্ছে কোন একটি জন্মদিনের সুন্দর ছবি।




আপনাদেরও দেখে এমনটাই মনে হচ্ছে তো? নাহ্। আসলে মধুবনী তার নিজের পার্লারের বিজ্ঞাপন দিয়েছেন ছবিটির মাধ্যমে। ক্যাপশন দেখলেই বোঝা যাবে সে কথা। ক্যাপশনে লেখা রয়েছে, কেরাটিন ট্রিটমেন্ট শুরু হচ্ছে তিন হাজার টাকা থেকে। তার নিচে লেখা রয়েছে, মধুবনী’স হেয়ার এন্ড বিউটি স্যালন। অর্থাৎ এ থেকেই স্পষ্ট যে, কোন জন্মদিনের সন্ধ্যার ছবি,




নয় বরং কোন একটি সুন্দর মুহূর্তের কেক কাটার ছবি পোস্ট করে নিজের বিউটি পার্লারের বিজ্ঞাপন দিয়েছেন মধুবনী গোস্বামী। মধুবনের পোস্ট করা এই ছবিটি যথেষ্ট ভাইরাল হয়েছে। সাড়ে ৬ হাজার দর্শক ইতিমধ্যেই ছবিটি লাইক করেছেন। কমেন্ট সেকশনে অনেকেই মধুবনীর পার্লার সম্পর্কে ডিটেলস তথ্য চেয়েছেন।
View this post on Instagram
আরো বিভিন্ন রকম ট্রিটমেন্ট এর মূল্য কত সেই বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন অনেকেই। সব রকম বিউটি ট্রিটমেন্ট হবে উত্তর কলকাতার এই স্যালনে। এবার নিজের এই নতুন পথচলাকে কেন্দ্র করে খুবই খুশি মধুবনী। নিজের করা এই পোষ্টের সঙ্গে তিনি তাঁর বিউটি স্যালনের এড্রেস দিয়ে দিয়েছেন।