







সোশ্যাল মিডিয়াকে অনেকে অবশ্য বিশ্বাস করেন না। এমন অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়, সেগুলোর কোনো সত্যতা থাকে না। আবার এমন কিছু জিনিস ভাইরাল হয়ে যায় সত্য না মিথ্যা, সেটা বিচার করতে গিয়েই হকচকিয়ে যায় মানুষ।




তেমনি এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়াতে। কলকাতার রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর! দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ফটো বেশ ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়, এক ভদ্রলোক হেটে বেড়াচ্ছেন কলকাতার রাস্তায়।




ওই ব্যক্তিকে দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মত। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য আসতেই, অনেকেই মন্তব্য করতে শুরু করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি পুনর্জন্ম হয়েছে। ছবিতে থাকা ঐ ব্যক্তি সোমনাথ ভদ্র। তিনি পেশায় বিএসএনএল এর কর্মী।




রবীন্দ্রনাথের সৃষ্টির সাহচর্য্যে বড় হয়েছেন তিনি। তার কৈশোর কেটেছে রবীন্দ্রনাথের গান ও কবিতায় ধীরে ধীরে বড় হয়ে ওঠার সময় তিনি বুঝতে পারেন যে তাকে বেশ খানিকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতই দেখতে। এর কিছুদিন পর নিজের চুল দাড়ি কেটে ফেলতে চাইলে,




রামকৃষ্ণ মঠের এক মহারাজ তাকে অনুরোধ করেন যে, তিনি যেন চুল দাড়ি না কাটেন। এর কারণ চুল দাড়ি রাখলে তাকে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতই দেখতে লাগে। সেই অনুরোধ ফেলতে না পেরে চুল দাড়ি কাটেন না সোমনাথ বাবু।




সোশ্যাল মিডিয়ায় তিনি রবীন্দ্রনাথের ফটোকপি নামে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় সোমনাথ বাবুর ফটো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই ফটোশুটের জন্য যোগাযোগ করেছিলেন তার সাথে।




সংবাদমাধ্যমের কাছে সোমনাথ বাবু জানিয়েছেন, কাজের ফাঁকে সময় পেলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে বেশি পছন্দ করেন।








তাই বিগত কয়েক বছর ধরে বসন্ত উৎসবের সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রভারতীতে যান তিনি। তাকে দেখে তার সাথে সেলফি নিতে যাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়।