শিশু শিল্পী মানির গান শুনতে শুনতে বুকে হাত দিয়ে মঞ্চে কেঁদে ফেললেন বিখ্যাত গায়ক সালমান আলী, ভাইরাল ভিডিও

প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে সুপার স্টার সিঙ্গার।

বর্তমানে চলছে এই শোয়ের দ্বিতীয় সিজন। প্রত্যেক এপিসোডে থাকে প্রচুর গল্প ও আনন্দ। জনপ্রিয় সোনি চ্যানেলের এই গানের রিয়্যালিটা শোয়ে,

বিচারকের আসনে রয়েছেন অলকা ইয়াগনিক, হিমেশ রেশমিয়ার মতো সঙ্গীতের মহারথীরা। আর এই সিজনে সকলের চোখের মণি হয়ে উঠছেন মানি।

সম্প্রতি প্রকাশ্যে আসা এপিসোডে দেখা গিয়েছে, নেহা কক্করের গাওয়া ‘মাহি ভে’ গানটি গাইছে সে। তার সুর তার গান শুনে রীতিমতো কেঁদে ফেলেছেন নেহা। এমনিতেই একটু বেশী ইমোশনাল বলে বদনাম রয়েছে নেহার। তিনি নাকি সবকিছুতেই কাঁদেন। তবে মানির এই গান শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন সালমান আলি, অরুনিতা, রিতুরাও। হিমেশ রেশমিকাকে উঠে স্ট্যান্ডিং ওয়েশন দিতে দেখা গিয়েছে এদিন। প্রতিবারের মতো এবছর‌ও দর্শকদের বিচারে এক প্রতিযোগী সর্বশ্রেষ্ঠ। এবার মানিকেই দর্শকদের মনে ধরেছে বেশী। আল্টীমেট স্টার টিভি নামক যে চ্যানেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে সেখানেও নেটিজেনদের মানির হয়েই কথা বলতে দেখা যাচ্ছে। কমেন্টে তারা‌ লিখছেন, ‘মানি বেস্ট।’ ‘ওর থেকে ভালো কেউ নয়।” প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই সাড়ে ছয় হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।