৬ মাসের দুধের শিশু সন্তানকে কোলে নিয়ে গর্ভবতী হওয়া অবস্থায় উদ্যম নাচ নাচলেন বলিউড অভিনেত্রী দেবীনা বনার্জী, ভাইরাল ভিডিও

স্যোশাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের ঘরের খবর, রোজনামচা দেখা আমাদের অভ্যাসে চলে এসেছে। তারাও কার্যত মজা পান নিজেদের,

ব্যক্তিগত লাইফস্টাইল পাবলিক ফোরামে দেখাতে। এর ফলে সেলিব্রিটিদের সন্তান সন্ততিরাও দারুন জনপ্রিয়তা পেয়ে যায় নেটিজেনদের কাছ থেকে।

করিনা থেকে শুরু করে কোয়েল, সবার ছানাপোনারাই অনুরাগী তথা নেটজনতার ভীষণ আদরের। তাদের ছবি বা ভিডিও পোস্ট হলেই মুহুর্তে,

 

View this post on Instagram

 

A post shared by Telly.bolly (@telly.bollyspynews)


তা ভাইরাল হতে বাকি থাকে না। এই যেমন অভিনেত্রী দেবিনা ব্যানার্জী এবং অভিনেতা গুরমিত চৌধুরীর সন্তান! দশবছরের বৈবাহিক জীবনে দীর্ঘ অপেক্ষার তাদের কন্যাসন্তান আলো নিয়ে আসে চলতি বছরের শুরুতে। সন্তানের নাম তারা রেখেছেন লিয়ানা। তাকে নিয়েই সময় কাটে গুরমিতের। নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন টুকটাক ভিডিও, ছবি। কখোনো দেখা যায় চামচে করে বেবিফুড খাইয়ে দিতে আবার কখোনো ঘুম পাড়াতে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ১০ বছরের অপেক্ষার পর প্রথম সন্তান আসার একবছরের মধ্যেই ফের মা হতে চলেছেন দেবিনা। দ্বিতীয়বারের গর্ভাবস্থায় আর‌ও বেশী প্রাণোচ্ছল তিনি। বানাচ্ছেন রিল ভিডিও, করছেন ফটোশ্যুট। এই যেমন সম্প্রতি একটি সুন্দর রিল প্রকাশ্যে এসেছে, লিয়ানাকে একটি বেবি কেরিয়ারে বসিয়েছেন নিজের কাছে। বেবি বাম্পের উপর সুন্দর হাত পা ছড়িয়ে রয়েছে লিয়ানা।

মা-মেয়েতে মিলে আনন্দে নাচছে‌ও। ভিডিওটি পোস্ট করা হয়েছে টেলি-বলি নামক ইনস্টাগ্রাম পেজ থেকে। সেখানে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। যদিও দেবিনখ নিজের প্রোফাইলে যে ভিডিও শেয়ার করেছে সেটি ঐ বেবি কেরিয়ারের সঙ্গে পেইড পার্টনারশিপের। যাই হোক, ভিডিওটি দারুন ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট স্যোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের দ্বিতীয়বারের গর্ভাবস্থার খবর শেয়ার করেছিলেন দেবিনা। ছবিতে তার স্বামী, মেয়ে এবং তিনি ছিলেন। হাতে ধরা ছিল আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট। সেই পোস্টের‌ই ক্যাপশনে লিখে জানিয়েছিলেন, তাদের সংসারে আসছে আর‌ও এক নতুন সদস্য। নেটিজেন এবং সতীর্থরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন কমেন্টবক্স। এবারের ভিডিওটিতেও অনুরাগীরা ভালোবাসাই জানিয়েছেন। দেবিনার প্রেগন্যান্সি গ্লো দেখে মোহিত নেটিজেনরা।