



আজকের আলোচনা আমরা যাকে নিয়ে কথা বলবো। তিনি হলেন, আলিয়া ভাট তার জন্ম ১৫ মার্চ ১৯৯৩ সালে। তিনি একজন ব্রিটিশ-ভারতীয়,




অভিনেত্রী এবং গায়িকা, যিনি মূলত বলিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৭ সালে থেকে তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় এবং ২০১৭ সালে,




ফোর্বস এশিয়ার থার্টি আন্ডার থার্টি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আলিয়া ভাট বলিউডের ওই সব এক্ট্রেসদের মধ্যে পড়ে যারা স্টার র্কিড হওয়ার সত্বেও,
নিজের একটা আলাদাই পরিচয় গড়ে তুলেছে। তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে এমন ভাবেই জায়গা করে তুলেছেন যেটা ধারণার বাইরে। এরকম অনেক স্টার র্কিড আছে যারা বলিউডের সুযোগ তো পেয়েছে কাজ করার, কিন্তু নিজের নামটা ঠিকভাবে গড়ে তুলতে পারেননি। আর এরই মধ্যে তার প্রেগনেন্ট হওয়ার কথাটা সবার সামনে প্রকাশে এসছে। প্রেগনেন্সি সত্ত্বেও তিনি তার জামাকাপড়ের স্টাইলটা মেনটেন করে রেখেছেন। প্রেগনেন্সি সময়টাকে তুমি খুব ভালোভাবেই উপভোগ করছেন সেটা তার হাসি মুখ দেখে বোঝা যায়। কিন্তু তারই মাঝে তিনি কতগুলি ফটোশুট করেছেন যেটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। প্রেগনেন্সি সময় ও নিজেকে কিরম ভাবে দর্শকদের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন তিনি তা খুব ভালো করেই জানেন।
প্রেগনেন্সি সময় তিনি বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ড্রেস পড়ে ফটো শুট করেছেন। প্রেগনেন্সি নিয়ে তার স্টাইল এর উপর কোন প্রভাব পড়েনি সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাইতো তার ফ্যামিলি ও এই বিষয়ে তাকে প্রশংসা এবং সাপোর্ট করছেন। তবে সম্প্রতি আলিয়া ভাট এবং রানবির কাপুর কে স্পট করলো পাপ্পারাজিরা। আসলে করণ জোহারের অফিসের বাইরে দেখা গেছে রণবীর আলিয়াকে। এই দিন আলিয়াকে একটি হলুদ রঙের ঢিলেঢালা পোশাকে দেখা গেল। তবে এই দিন আলিয়ার রাণবীর একটি রোমান্টিক মুহূর্ত ফুটে উঠেছে ক্যামেরার সামনে। আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তুমুল। ভিডিওতে দেখা গেছে কারণ জোহরের অফিসের বাইরে রনবীরের চুল ঠিক করে দিচ্ছিলেন আলিয়া। আর সেই মুহূর্তই ক্যামেরা বন্দী হয়ে গেছে।
দুজনকে একসাথে খুবই মিষ্টি লাগছিল। তাদের এই রোমান্টিক মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মুগ্ধ করে দিচ্ছে। ইতিমধ্যেই, আলিয়া ভাট্ট তার আপকামিং ফিল্ম ব্রহ্মাস্ত্র প্রমোশনের জন্য ব্যস্ত আছে, যার জন্য তিনি বিভিন্ন রকম ফটোশুট করাচ্ছেন। কিছুদিন আগেই রিলিজ হয়েছে ব্রহ্মাস্ত। আর এই নিয়েই এখন ব্যস্ত প্রেগন্যান্ট আলিয়া ভাট এবং রণবীর। সম্প্রতি ভিডিওটি ইউটিউবে রয়েছে, Bollywood Paparazzi নামক ইউটিউব চ্যানেলের ভিডিওটি পোস্ট করা আছে। ২৬ হাজারেরও বেশি মানুষজন ভিডিওটি দর্শক হয়েছেন ও বহু পরিমাণ মানুষ ভিডিওটি পছন্দ করে লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে তার বেবির জন্য শুভকামনা জানিয়েছেন। আপনারা গিয়ে ভিডিওটি দেখে নিন চটজলদি!