‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’! গানে উদ্দাম নাচ মনামি ও প্রসেনজিৎ এর, এবার সিনেমার প্রচারে নামলেন অভিনেত্রী মনামি ঘোষ! প্রসেনজিৎ-মনামির ধামাকাদার নাচে তোলপাড় নেটদুনিয়া

ভ্যালেন্টাইন্স ডে তে প্রকাশ্যে এসেছিল বিয়ের কার্ড। আর এবার বিয়ের তোরজো‌র‌ই চলছে ইন্ডাস্ট্রিময়। প্রসেনজিৎ আর ঋতুপর্ণার,

বিয়ে বলে কথা! এই খবর খোলসা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারির দিনেই। ঐদিন একটি আমন্ত্রণ পত্র ট্যুইট করেছিলেন এককালের হিট জুটি,

প্রসেনজিৎ – ঋতুপর্ণা। ট্যুইটে লেখা ছিল, “বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে,

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

আপনাদের সামনে আসতে চলেছি। গুরুজনদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই।” সঙ্গে হ্যাশট্যাগে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা‌ও লেখা ছিল। তারপরেই তো বিয়ের দিন ঠিক করতে তোড়জোড় পড়ে যায়। হাঁকডাকে গমগমে ইন্ডাস্ট্রি। কিন্তু সত্যিই কি বিয়ে করছেন নাকি তারা? ব্যাপারটা হল এটা প্রসেনজিৎ আর ঋতুপর্ণার আসন্ন ছবি। দৃষ্টিকোণের পর ৫ বছর কেটেছে, ফের তাঁরা জুটি বাঁধছেন বড়পর্দায়। তার‌ই প্রমোশনের জন্য ছবির গানে নেচে রিল বানাচ্ছেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির চোখ তুলে দেখোনা গানের রিপ্রাইজ ভার্সন তৈরি হয়েছে। যেখানে বলা হচ্ছে ‘মোদ্দা কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। এই গানেই কখোনো প্রসেনজিৎ মেট্রোস্টেশনে নাচছে ছোটোপর্দার অভিনেত্রী ইপ্সিতার সঙ্গে।

আবার কখোনো প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ নিজের বন্ধুদের সঙ্গে জুটি বেঁধে নাচছেন বিদেশের মাটিতে। আর এবার প্রসেনজিতের সঙ্গ দিল অভিনেত্রী মনামী ঘোষ। যেখানে এই গানে তাল মেলাতে দেখা গিয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মনামীকে। ছাইরঙা স্যোয়েটশার্ট, জিন্স আর চোখে সানগ্লাস পড়ে তুমুল নাচ করলেন প্রসেনজিৎ। মনামীর পরনে ছিল কমলা ট্যাঙ্ক টপ এবং কালো পালাজো। নাচের রিল ভিডিওটি পোস্ট করেছেন মনামী। ট্যাগ করেছেন প্রসেনজিৎকে। ক্যাপশনে লিখেছেন, “মোদ্দা কথা হল কোনো কথা হবেনা বস্। এই গানটা এখন টলিউডের সেনসেশন। এবং এই প্রসেনজিৎ মানুষটা আস্ত একটা প্রতিষ্ঠান যিনি আমাদের অনুপ্রেরণা দেন। বুম্বাদা তোমায় ভালোবাসি।” ইতিমধ্যেই ভিডিওটি ২৫ হাজারের বেশী মানুষ লাইক করে ফেলেছেন।