



বলিউডে যে সমস্ত রিয়েলিটি শোগুলি এখন দর্শকদের কাছে দারুন জনপ্রিয় তার মধ্যে গানের রিয়ালিটি শো গুলো বিশেষ জায়গা নিয়ে রয়েছে।




তেমনই একটি জনপ্রিয় গানের রিয়ালিটি শো হল সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল’। এই শোতে বিচারকের আসনে দেখতে পাওয়া যায় বলিউডের,




সব তাবড় তাবড় সংগীতশিল্পীদের। প্রসঙ্গত এখানে দেখা যায় বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া এবং নেহা কাক্কারকে।
প্রথমত এই শোয়ে জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এই শো এর প্রতিযোগিদের গানের গলা। বিচারক থেকে দর্শক প্রত্যেকেই এই প্রতিটি প্রতিযোগীর গানের গলা নিয়ে প্রশংসা করেন। সারা দেশের কোনায় কোনায় থেকে উঠে এসেছে এই শোয়ের শিল্পীরা। তাদের মধ্যে জম্মু-কাশ্মীরের চিরাগ কোটোয়ালের গান শুনে আগেই মুগ্ধ হয়েছেন সকলে। এবং তার সঙ্গে আরেক প্রতিযোগী কাব্যা লামিয়ার গান শুনেও মুগ্ধ হচ্ছে সকলের। তাদের দুজনকে একসাথে দেখতে চায় দর্শক। সম্প্রতি একটি পর্বে তারা দুজন আলাদা আলাদা গান গেয়েছে। কাব্যা এবং প্রাঞ্জল একসঙ্গে গিয়েছে ‘আল্লাহকে বান্দে’ এবং চিরাগ গেয়েছে ‘তুম কাহা মে ইয়াহা’। আর সেই গান গাওয়ার পরেই তাদের দুজনকে কাছকাছি আসতে দেখা গেছে। যা দেখে উৎসাহিত হয়ে পড়েছে তাদের ভক্তরা।