নদিয়ার ছেলে প্রাঞ্জল বিশ্বাসের সঙ্গে দুর্দান্ত গান গেয়ে মঞ্চ কাঁপালেন ক্যাপ্টেন অরুনিতা, ভাইরাল ভিডিও

সনি টিভির অন্যতম একটি রিয়ালিটি শো হচ্ছে সুপারস্টার সিঙ্গার সিজন-২। যদিও বা কিছু সপ্তাহ আগেই শো-এর সমাপ্তি ঘটেছে।

তবে এখন অব্দি শো এর রেশ কাটিয়ে উঠতে পারেনি মানুষ। শো এর প্রত্যেকটি পার্টিসিপেন্টের গান এখন অব্দি সোশ্যাল মিডিয়ায় ঠিক আগের মতনই ভাইরাল হচ্ছে।

তেমনই আবারও ভাইরাল হয়েছে নদীয়ার ছেলে প্রাঞ্জলের একটি দুর্দান্ত পারফরমেন্সের ভিডিও। প্রাঞ্জলের ব্যাপারে যতই বলা হবে ততই কম।

তার গানের গলার প্রশংসা করে ভরিয়ে দিত সকল বিচারকরা। প্রভু প্রাঞ্জল একদিন হারিয়ে যাওয়া সাইকেল খুঁজতে খুঁজতে এক ফকিরের সাথে আলাপ হয়েছিল নদীয়ার ছেলে প্রাঞ্জলের আর সেই ফকির বাবাই তার হাতে তুলে দেয় দোতারা। যা এখন হয়ে উঠেছে প্রাঞ্জল এর জীবনসঙ্গী। গানের জগতে ফকির বাবার হাত ধরে অনুপ্রবেশ করার এমন মনমুগ্ধকর সুযোগ আসায় বড় হয়ে সেও ফকির বাবার দেখানো জীবনাদর্শের পাঠকেই পাথেয় করে হয়ে উঠতে চায় একজন বড় ফকির,বর্তমানে সেই স্বপ্ন নিয়েই বেঁচে রয়েছে ছোট্ট এই ছেলে।সম্প্রতি ভিডিও শুরু হতেই শোনা গেল একটি অন্য পার্টিসিপেট কে অসাধারণ ভাবে গান গাইতে। ভাইরাল এই ভিডিওতে দেখা গেছে ক্যাপ্টেন অরুনিতার সঙ্গে গান গাইতে প্রাঞ্জলকে।

অঙ্কিত তেওয়ারি, অরিজিৎ সিং এর গাওয়া “দিল চিজ তুঝে দে দি” । এরপরই গান গাইতে দেখা গেল প্রভু প্রাঞ্জলকে। প্রভু প্রাঞ্জল কে এই দিন গাইতে দেখা গেল মান্না দের গাওয়া “জিন্দেগি ক্যাসি হে পেহেলি হ্যায়” গানটি। এমন একটি শক্ত গান প্রাঞ্জল নিমেষেই দুর্দান্তভাবে গেয়ে শোনালো। হাতে একতারা নিয়ে যেভাবে প্রাঞ্জল মঞ্চে সুর তুলল তা একদম দেখার মত। প্রাঞ্জল যখন গান গাইছিল তখন দেখা গেল ক্যাপ্টেন পবনদ্বীপ ও অরুনিতা উঠে দাঁড়িয়ে তার জন্য একসাথে হাততালি ভিডিও এবং পবনদ্বীপকে তো দেখা গেল প্রাঞ্জলের গানের সাথে জোরে চিৎকার করতেন। এদিক দিয়ে জাবেদ আলি বলে উঠলেন ‘কেয়া বাত হে’। আর হিমেশ রেশমিয়া কেউ দেখা গেল প্রাঞ্জলের গানের সাথে গান গাইতে বসে।

গানের প্রত্যেকটি লাইন প্রাঞ্জল মঞ্চে এমন ভাবে প্রদর্শন করেছে যা দেখে অবাক হয়ে গেছে সকলেই। বিচারকের দর্শকের হাততালিতে ভরে গিয়েছিল মঞ্চ। আর শুধু প্রাঞ্জলের গান নয়, গানের সাথে তার মুখের এক্সপ্রেশন একদম দেখার মত ছিল এদিন। হিমেশ রেশমিয়া প্রাঞ্জল এর গান শুনে বলেন, ইয়ে পারফরম্যান্স কে বাদ তুমনে সাবিদ দেয়া কে তুম কিসিসে কম নেহি হো”। এদিকে আলকা ইয়াগ্নিক ও হাততালি দিয়ে ভরিয়ে দিলেন প্রাঞ্জলের গান শুনে। গোটা ভারতবর্ষ সমেত পাকিস্তান ও এখন প্রাঞ্জলের অনেক ভক্তগণ হয়ে গেছে। সেখান থেকেও তার গান মানুষ দেখছেন এবং প্রশংসা করে ভরিয়ে দিচ্ছেন।

সকলের থেকে কিন্তু প্রাঞ্জলের গান করার অঙ্গী ভঙ্গিমা পুরোটাই আলাদা এবং দেখার মত। আশ্রমে একটি সাদামাটা ভাবে বসবাস করা ছেলে আজ সুপারস্টার সিঙ্গারের জনপ্রিয় একটি পার্টিসিপেট। তবে ভাইরাল এই ভিডিওতে প্রাঞ্জল এর সাথে অরুনিতার গান করার মুহূর্তটি সাজানো। এদিকে প্রাঞ্জল বিজেতা না হতে পারলেও সকলের মন সে জিতে নিয়েছে আর এটাই হচ্ছে অনেক বড় কথা। ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে ইউটিউবে, The Great Videos নামের একটি চ্যানেল থেকে। ভিডিওটিকে বর্তমানে লাইক করেছেন ২১৮ হাজার মানুষ। গত তিন মাস আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১.৩ হাজার মানুষ ভিডিওটিতে লাইক ও করেছেন।