



‘সুপারস্টার সিঙ্গার’-এর মঞ্চে বাংলার বাউল গান শুনিয়ে সকলকে মুগ্ধ করেছে বাংলার প্রাঞ্জল বিশ্বাস। ক্যাপ্টেন সলমন আলির টিমের সেই খুদে,




এত সুন্দর গান গায় যে একে একে তাঁকে পরের রাউন্ডে পৌঁছে দেয় অলকা ইয়াগনিক, হিমেশ রেশামিয়া আর জাভেদ আলি।




গানের জগতে প্রবেশের গল্পটাও বেশ মনমুগ্ধকর। একদিন হারিয়ে যাওয়া সাইকেল খুঁজতে খুঁজতে এক ফকির বাবার সাথে আলাপ হয় প্রাঞ্জলের।
সেই ফকিরবাবাই ওর হাতে তুলে দেয় দোতারা। আর সেটাই এখন সবসময়ের সঙ্গী। জীবনদর্শনের এমন পাঠ সে পেয়েছে যে বড় হয়ে ‘ফকির’ হওয়ার স্বপ্নই দেখে এই ছেলেটি। কিছু মাস আগে থেকেই শুরু হয়েছিল ‘সুপারস্টার সিঙ্গারের সিজন ২’। শো-তে ১৫ বছরের নীচের প্রতিযোগীদের ঘষামাজা করে নিয়েছিলেন ক্যাপ্টেনরা, অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ আর সলমন আলি। এদিকে প্রাঞ্জলের গান শুনে ওকে কোলে তুলে নেন সলমন আর মহম্মদ দানিশ। স্টেজে এসে আদর করে যান অলকা-হিমেশরা। অডিশন রাউন্ড পেরিয়ে যথারীতি শুরু হয়ে গেছিল শোয়ের হাড্ডাহাড্ডি লড়াই।
মাঝেমধ্যেই ভাইরাল হচ্ছিল শো এর নানান রকমের ভিডিও। সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে একটি ভিডিও।যেখানে প্রাঞ্জল এর অসাধারণ গান আবারো মুগ্ধ করেছে সকলকে। এবার দেখা গেল মঞ্চে প্রাঞ্জলের গান শুনে অঝোরে কেঁদে ফেললেন ক্যাপ্টেন জাবেদ আলি। শুরুতেই দেখা গেল প্রাঞ্জন কে দুর্দান্তভাবে গান গাইতে।এবারে প্রাঞ্জল তার ফকিরি গান এবং হিন্দি গান মিলিয়ে এমন ভাবে একটি গান গাইলো যা গান শুনে পুরো মুগ্ধ হয়ে গেল ক্যাপ্টেন পবনদ্বীপ। দেখা গেল পবনদ্বীপ প্রাঞ্জলের গানের সাথে বসে বসে মাথা নাড়ছে। এই দিন প্রাঞ্জল গাইলো “ও জীবন রে ছাইরা যাস না মোরে”। এমনভাবে প্রাঞ্জল মঞ্চে সুর তুললো তার গান শুনে জোরে জোরে চিৎকার করলেন ক্যাপ্টেন অরুনিতা। আর দেখা গেল জাভেদ আলী মুগ্ধ হয়ে প্রাঞ্জলের গান শুনছেন।
এদিকে সকল ক্যাপ্টেন রাই উঠে দাঁড়িয়ে পড়ল। প্রাঞ্জলের গানের গলায় সত্যিই এমন এক জাদু আছে যা শুনলে মনে হবে তার গানের প্রশিক্ষণ জন্মের আগে থেকেই। হাতে বাউল নিয়ে মঞ্চ কাঁপিয়ে দিল এই ছোট্ট ছেলেটি। তার গানের গলায় মুগ্ধ হয়ে গেলেন বিচারক আলকা ইয়াগ্নিক পর্যন্ত। প্রাঞ্জলের গান শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিতে বাধ্য হবে। এত কম সময়ের মধ্যেই প্রাঞ্জল এখন সকলের প্রিয়। যেন মনে হয় প্রাঞ্জলের গান ওপরওয়ালার সাথে যুক্ত। The Great Videos নামের ইউটিউব চ্যানেল থেকে বর্তমানে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ১.৪ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই এই ভিডিও গত তিন মাসের মধ্যে দেখে নিয়েছেন। এদিকে ভিডিওটিতে লাইক করেছেন ১৭ হাজার মানুষ।