







বয়স সবে এক বছর হলে কী হবে, এর মধ্যেই তিনি একেবারে ইন্টারনেট সেনসেশন। স্টার কিডদের মধ্যে অন্যতম ইউভান চক্রবর্তী। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শিশুপুত্র ইউভানের দুষ্টু-মিষ্টি ছবি, ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা। ইতিমধ্যে ফোন ঘটতে শুরু করে শুরু করে দিয়েছে ছোট্ট ইউভান,




বাংলা অভিনয় জগতে এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। বর্ধমানের মতন শহর থেকে নিজের স্বপ্ন পূরণে তাগিদে পাড়ি দেয় কলকাতাতে। সেখানে যথেষ্ট পরিমাণে চলে সং-গ্রাম অবশেষে মেলে সফলতা দেবের চ্যালেঞ্জ সিনেমা মাধ্যমে তার বাংলা অভিনয় জগতে পদার্পণ ঘটে।




তারপর একের পর এক বাংলা ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সবার চোখের মনি।সম্প্রতি শুভশ্রী যে ছবিটি শেয়ার করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী ও ইউভান একই রঙের টি-শার্ট পরে বিছানার ওপরে বসে আছেন। ছবিতে এও দেখা যাচ্ছে যে ইউভান তার বাবা অর্থাৎ রাজ চক্রবর্তীর মোবাইল ফোন নিয়ে হাসিমুখে খেলা করছে।




রাজ চক্রবর্তী সেই সময় তার ছেলেকে দেখতেই ব্যস্ত ছিলেন। এমন মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করে নিজের সোশ্যাল সাইট থেকে শেয়ার করেছেন শুভশ্রী। ছবিটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন “আমার পৃথিবীর তরফ থেকে সকলকে শুভ সন্ধ্যা”। তিনি নিজের পরিবারকে যথেষ্ট গুরুত্ব দেন তা বুঝতে বাকি নেই কাররই।




ছোট্ট ইউভান এখন থেকেই মায়ের অভিভাবক। মাত্র চোদ্দ মাস বয়সেই মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আগলে রাখছে ইউভান। দিন কয়েক আগেই জন্মদিন গিয়েছে শুভশ্রীর। তখনই দেখা গিয়েছিল পায়ে চোট সত্বেও ইউভানকে কোলে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছেন শুভশ্রী।




আজ রাজ নিজের সোশ্যাল হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেন সেখানে। ছবিতে দেখা যায় পায়ে চোট পাওয়ার দরুন ‘লং ব্রেস’ পরে রয়েছেন শুভশ্রী। পাশে ছোট্ট ইউভান। হাতে আবার রয়েছে মোবাইল ফোন! ছবির ক্যাপশনে রাজ লিখেছেন, “ইউভান তার মাম্মার খেয়াল রাখছে।” এইটুকু বয়সেই মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল একরত্তি। ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে সব দিকেই সজাগ দৃষ্টি রয়েছে ‘কিউটি পাই’ ইউভানের।




দেখতে দেখতে ১১ মাসে পড়েছেন রাজশ্রী পুত্র বাবুমশাই ইউভান (Yuvan Chakraborty)। বাবার সঙ্গে বাবারই ফোন নিয়ে বিছানার ওপরে পা ছড়িয়ে বসে খেলছেন একরত্তির। এখনকার বাচ্চারা সবদিক দিয়েই এডভান্স, তাই সে ফোনটা ভালোই চেনে। চুলগুলো তাঁর বেজায় অনেকটাই বড় হয়েছে, তাই ব্যান্ড দিয়ে চুল বেঁধে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী (Subhashree Ganguly)। যাতে বাবুর খেলতে না অসুবিধা হয়।








বাপ-ছেলের এক্কেবারে খোশমেজাজে রয়েছেন, কিন্তু অভিনেত্রী যে ছবি তুলে নিয়েছেন তাতে কারো খেয়াল পর্যন্ত নেই। রাজের পরনে ছিল গেঞ্জি ও হাফ প্যান্ট আর ইউভান সেজেছিলেন বাবার সঙ্গে একই ম্যাচ করে শার্ট আর হাফ প্যান্টে। এক্কেবারে Duo বলতে গেলে।
View this post on Instagram
আগামী মাসেই তাঁর জন্মের ১ বছরে পা দেবেন তিনি। কিন্তু মা শুভশ্রী কোথায়! আসলে এই ছবি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী আরও একবার তাঁর অনুরাগীদের ‘Good Evening’ শুভেচ্ছা জানিয়ে বললেন, তাঁর কাছে তাঁর পৃথিবী তাঁর স্বামী রাজ এবং তাঁর একরত্তির ইউভান। কারণ এই ছবির ক্যাপশনেই জ্বলজ্বল করছেন অভিনেত্রীর এই বক্তব্য।