



স্যোশাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের ঘরের খবর, রোজনামচা দেখা আমাদের অভ্যাসে চলে এসেছে। তারাও কার্যত মজা পান নিজেদের ব্যক্তিগত লাইফস্টাইল,




পাবলিক ফোরামে দেখাতে। এর ফলে সেলিব্রিটিদের সন্তান সন্ততিরাও দারুন জনপ্রিয়তা পেয়ে যায় নেটিজেনদের কাছ থেকে।




করিনা থেকে শুরু করে কোয়েল, সবার ছানাপোনারাই অনুরাগী তথা নেটজনতার ভীষণ আদরের। তাদের ছবি বা ভিডিও পোস্ট হলেই মুহুর্তে তা ভাইরাল হতে বাকি থাকে না।
যেমন এবার ভাইরাল হল অভিনেত্রী দেবিনা ব্যানার্জী এবং অভিনেতা গুরমিত চৌধুরীর সন্তানের ছবি। দশবছরের বৈবাহিক জীবনে তাদের কন্যাসন্তান আলো নিয়ে আসে চলতি বছরের শুরুতে। সন্তানের নাম তারা রেখেছেন লিয়ানা। আজ ছিল তাঁর অন্নপ্রাশন। পুরোপুরি বাঙালী কায়দায় মুখেভাত পর্ব সম্পন্ন হয় লিয়ানার।নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে লিয়ানার অন্নপ্রাশনের সাজের ছবি-ভিডিও শেয়ার করেছেন দেবিনা। পরীর মতো একটি গোলাপি ঘাগড়ায় ফুলের গয়নায় সেজে তৈরি হয়েছিল লিয়ানা। মামার কোলে বসে মুখে ভাত নিতে গিয়ে একটু যেন ফুঁপিয়ে উঠেছিল ঠোঁট। তাঁর এই মিষ্টি মুহুর্তের ছবি ও ভিডিও কোলাজ করে পোস্ট করা হয়েছে বলিউড রাইডসের ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই দশহাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য নেটিজেনরা।