আর কেশবকে একা বসে থাকতেই হবে না! আমার যমজ সন্তানের সঙ্গে খেলা করবে আমার ছেলে, তাই বলতেই আনন্দে আত্মহারা হয়ে দারুন ভঙ্গিতে নাচলেন জনপ্রিয় অভিনেত্রী মধুবনী, ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুবনী গোস্বামী। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’-এর কথা,

মনে আছে নিশ্চই। এই সিরিয়ালের নায়িকা তোড়া সেজেই অভিনয়ে প্রথম হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। এই ধারাবাহিকেই তার বিপরীতে,

ওম চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রাজা গোস্বামী। এই সিরিয়ালের হাত ধরেই তাঁদের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে।

সেই সূত্রেই মন দেওয়া নেওয়া হয়েছিল রাজা এবং মধুবনীর। সেই থেকেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ‘লাভ বার্ডস’ হয়ে উঠেছে এই জুটি। আজ থেকে ৫ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে একে অপরের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই সেলিব্রেটি জুটি। পরবর্তীতে ২০২০ সালের এপ্রিল মাসে রাজা মধুবনীর কোল আলো করে আসে তাদের একমাত্র সন্তান কেশব। বরাবরই স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ মধুবনীর। এর পাশাপাশি রাজা এবং মধুবনীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল ও আছে। যেই চ্যানেলে প্রায় প্রতিদিন নানান রকমের ভিডিও শেয়ার করেন রাজা আর মধুবনী। ছেলেকে নিয়ে প্রায়সই ঘুরতে যান রাজা এবং মধুবনী।

এবার বাড়িতে বসেই ছেলেকে নিয়ে একটি মিষ্টি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল একটি গানের সাথে রিল বানাচ্ছেন মধুবনী সাথে পাশে সোফায় শুয়ে রয়েছে কেশব। সোফায় শুয়ে নিজের মতন খেলা করতে ব্যস্ত ছোট্ট কেশব কিন্তু মাঝে মাঝে সে আবার মায়ের সাথে ক্যামেরার দিকেও তাকিয়েছে আর পোজ দিয়েছে। “আখো কো তেরি আদাত হে” গানের সাথেই ছেলেকে নিয়ে রিল ভিডিওতে মত্ত মধুবনী। ভাইরাল হওয়া ভিডিওতে মধুবনীকে একটি নীল রঙের পোশাকে দেখা গেছে। সাথে সামান্য মেকআপ আর মাথায় সিঁদুর মধুবনীর।

এদিকে ছোট্ট কেশব। লাল রঙের একটি গেঞ্জি পড়ে সোফায় শুয়ে শুয়ে খেলা করছে সে। আর এদিকে মা মধুবনী রিল ভিডিওতে গানের সাথে মুখ মেলানোর সময় ছেলেকে আঙুল দিয়ে দেখিয়েছেন ক্যামেরাতে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে ছোট্ট কেশবকে দেখতে এতটাই মিষ্টি লাগছে যে ভিডিওটি ভাইরাল না হয়ে পারেনি। ইতিমধ্যেই এই ভিডিওটি ৬৯ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন আর লাইক করেছেন প্রায় পাঁচ হাজারের কাছাকাছি মানুষ। এদিকে ভিডিওটিতে ভক্তরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন।