খালি গলায় দুর্দান্ত গান গেয়ে মদন মিত্রকে মুগ্ধ করল কাঁচা বাদাম বিক্রতা কাকু, পেলেন পুরস্কার, তুমুল ভাইরাল ভিডিও

আধুনিক যুগের অন্যতম যোগাযোগ সূত্র সোশ্যাল মিডিয়া। হলসম্প্রদায় ভিত্তিক তথ্য, প্রতিক্রিয়া, লিখিত উপকরণ ভাগ করে নেওয়ার এবং সহযোগিতার জন্য উত্সর্গীকৃত অনলাইন যোগাযোগ চ্যানেলগুলির সমষ্টি। এই মহামারী মতো সময় সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন চলছে,

এই সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও চাহিদা অনেক বেশি। আর এখন মানুষ নিজেকে ব্যস্ত রাখতে চায় এই সোশ্যাল মিডিয়া জগৎ এ। আর গৃহবন্দী থাকার ফলে এখন মানুষ অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এর ফলে এসব পোস্টগুলি ভাইরাল হয় সেগুলি থেকে বেশ খানিকটা ইনকাম শুরু হয়।

অনেক মানুষ এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে  ইনকাম করছেন। আর যেসব মানুষ তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায়নি তারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টি বেছে নিয়ে তাদের প্রতিভা দেখাচ্ছে এবং তাদের প্রতিভার মর্যাদা অনুসারে একটি নির্দিষ্ট ইনকাম করছে

নিত্যদিন আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের ভিডিও দেখে থাকি। তাদের মধ্যে কিছু কিছু এমন ভিডিও হয় যেগুলি মানুষ সরাসরি লাইভে আসেন। যেমন এই ভিডিওটি লাইভ হচ্ছে ফেসবুকে ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য ‘মদন মিত্র’ কে।

আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এখনকার সোশ্যাল মিডিয়ার বিখ্যাত বাদাম বিক্রেতা ‘ভুবন বাদায়াকর’। ভিডিও শুরুতেই শোনা যাচ্ছে ‘ভুবন বাদায়াকর’ এর সেই বিখ্যাত কাচা বাদাম গানটি। ভিডিওটিতে মদন মিত্র পড়ে আছেন একটি নীল রঙের পাঞ্জাবি এবং ‘ভুবন বাদায়াকর’এর পড়নে আছে,

একটি হলুদ রঙের পাঞ্জাবি ও ওনার গলায় একটি সাদা রঙের শাল ঝুলছে। তাদের পাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং অনেক রিপোর্টাররা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন তাদেরকে ঘিরে। লাইভ ভিডিওটির সূত্রে আমরা জানতে পারছি ‘মদন মিত্র’ সেই বাদাম বিক্রেতা,

কে কুড়ি হাজার টাকা দান করেছেন। যাতে সেই টাকা দিয়ে তিনি তার বাদামের ব্যবসা কে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। তারপর আমরা সেই ভিডিওটি দেখতে পাই ‘মদন মিত্র’ সেই বাদাম বিক্রেতার কাছ থেকে বাদাম খাচ্ছেন এবং বাদাম বিক্রেতা তার পাশাপাশি গান ও করছেন।

ভিডিওটিতে আমরা জানতে পারি বাদাম বিক্রেতা তিনি নিজেই গানটি লিখেছেন এবং তার গাওয়া সেটি প্রথম গান। এরপরে ভিডিওটিতে দেখা যাচ্ছে মদন মিত্র সেই বাদাম বিক্রেতা কে বাদাম খাইয়ে দিচ্ছেন। ভিডিওটিতে বাদাম বিক্রেতা কে তার বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তারপর ওনারা একটি চায়ের দোকানের সামনে যান এবং সেখানেও বাদাম বিক্রেতা কে আমরা ভিডিওটিতে গান করতে দেখতে পাচ্ছি। আর তারপরে একটি লোক গিটার বাজালেন এবং মদন মিত্র ও সেই বাদাম বিক্রেতা লোকটিকে মিলে গান করতে দেখা যায়। এরপর বাদাম বিক্রেতা,

মদন মিত্র এবং একটি মহিলাকে একসাথে ফটো তুলতে আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট অব্দি আমরা লাইভ দিতে সে বাদাম বিক্রেতার গান শুনতে চাই এবং মদন মিত্র তার বাদামের ঝুড়িতে সেই কুড়ি হাজার টাকা দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া থেকে বিখ্যাত হওয়া এই বাদাম বিক্রেতা ‘ভুবন বাদায়াকর’আজ নেট দুনিয়ায়,

তার গান খুবই বিখ্যাত। আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই প্রতিটি জায়গায় এই বাদাম বিক্রেতার গান শুনতে পাচ্ছি ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে। এই বাদাম বিক্রেতার গান রীতিমতো আজ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। এই লাইভ ভিডিও টি আমরা ‘মদন মিত্রে’র ফেসবুক পেজ থেকেই দেখতে।

পাচ্ছি। ভিডিওটি কে লাইক করেছে ৬১ হাজার মানুষ এবং  ভিডিওটিতে কমেন্ট করেছে ২ .৫ হাজার মানুষ আর ভিডিওটিকে শেয়ার করেছে ৫.২ হাজারের মতো মানুষ। ইলাই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। শত শত মানুষ এই ভিডিওটিকে দেখেছেন এবং মন্তব্য করেছেন।