একরত্তি ছোট্ট মেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত মা মাম্পি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং মধুর সম্পর্ক গুলোর মধ্যে সন্তান ও বাবা মায়ের সম্পর্ক গুলো অন্যতম। যেখানে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা থাকে নিখাদ ও স্বার্থহীন। অপরদিকে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসায় থাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তবে মায়ের সাথে সন্তানের নাড়ির টান। এই সম্পর্ক কখনই ছিন্ন হবার নয়। মা সন্তান এমন এক সম্পর্ক যেই সম্পর্ককে কেন্দ্র করে সারা পৃথিবীর সমস্ত কিছু বেঁচে আছে আজও। সম্পর্কের বেড়াজালে জীবন এক অন্য রকমের অন্য স্বাদে নিমজ্জিত থাকে,

মা জীবনের এক নির্ভরযোগ্যতার অন্য নাম৷ মা ছাড়া জীবনের আর কোনও কিছুই যেন কিছু নয়। গাছ যেমন নিজেকে ধ্বংস করে ফুল ও সৌন্দর্য দিয়ে মানুষকে আনন্দ দিয়ে থাকে। ঠিক তেমনই একজন মা নিজের জীবন বিপন্ন করে হলেও নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, বড়ো করে তোলেন নিজের স্নেহ যত্নে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ৷ মা স্বর্গের থেকেও দামি, ছোট্ট ছেলে বা মেয়ের কাছে যাবতীয় অসুবিধার একমাত্র ওষুধ। লেখাপড়া থেকে খেলাধূলা,

পোশাক পরিচ্ছদ থেকে বিনোদন ইত্যাদি ক্ষেত্রে, যেকোনো সন্তানের কাছেই মা হলেন এক এবং একমাত্র যাবতীয় সমস্যার একমাত্র সমাধান সূত্র। এমনই এক আবেগঘন মুহূর্ত ইউটিউব এর ব্যাপক ভাইরাল হয়েছে ৷ ভিডিওটির আবেগ বিশেষ পরিমাণে সবার মনকে আকৃষ্ট করেছে ৷ এই ভিডিওটি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওটিতে দেখা গিয়েছে, মায়ের কোলে বসে চুপ করে আদর খাচ্ছে ছোট্ট শিশু।

মাম্পি যাদব সোশ্যাল মিডিয়ার খুবই পরিচিত একটি নাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাচ এবং এক্সপ্রেশনের ভিডিও পোস্ট করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। ইতিমধ্যেই মেয়েকে সঙ্গে নিয়ে বেশকিছু ভিডিও বানিয়েছেন মাম্পি। মেয়ের নাম রেখেছেন মাইরা। এখন ছোট্ট শিশুটিকে নিয়ে দিন কেটে যাচ্ছে তার।

তেমনি এক মুহূর্তের ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, মায়ের কোলে আদর খাচ্ছে ছোট্ট মাইরা। “মাম্পি রাহুল” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। এই ইউটিউব চ্যানেলটি মাম্পি এবং তার স্বামী রাহুলের।

সেখান থেকে পোস্ট করা এই ভিডিওটি রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সাড়ে ছয় লাখেরও বেশি দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। ২৫ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই ছোট্ট শিশুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।