হলুদ গুঁড়া দিয়ে করুন লেবু চাষ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন বিশেষ পদ্ধতি

সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে থেকে সবকিছু জানতে পারি। সারাটা বিশ্বের খবর ঘরে বসে থেকেই পেয়ে যাই।

কখনো কারো নাচ গান আবৃত্তি নানান রকমের প্রতিভা। আবার কখনো সমস্ত জীবজন্তুদের ঘটানো নানান রকমের কান্ড কারখানা।

আগেকার দিনে এইসব জিনিস দেখার জন্য অপেক্ষা করতে হতো টেলিভিশনের পর্দায় বা রেডিওতে। বেশি কিছু নয় এখন হাতের কাছে,

একটা মোবাইল ফোন থাকলেই সমস্ত নিমেশের মধ্যে হাতের মুঠোয় চলে আসে। গাছ আমরা প্রায় সকলেই খুব ভালোবাসি। আর বাড়িতে নানান রকমের গাছ লাগিয়ে সৌন্দর্য বানানোর ইচ্ছা অনেকেরই হয়। যারা বাড়িতে গাছ তৈরী করতে ভালোবাসেন অনেকেই লেবু গাছ লাগান। লেবু গাছ যেমন দেখতে সুন্দর তেমনই লেবু খাওয়ার তো কোনো জবাবই নেই। কার্যত সবাই চান বাড়িতে একটা লেবু গাছ রাখতে।

কিন্তু অনেকেই হয়তো প্রথমবার এই গাছ লাগাতে চাইছেন। আর মাটি কিংবা জায়গার বড়োই অভাব। চিন্তা নেই আমাদের এই প্রতিবেদন আপনাকে হদিশ দেবে লেবু গাছের ছোট ডাল একটি ডাল থেকে হলুদের গুঁড়োর সাহায্যে খুব সহজেই কিভাবে গাছ তৈরী করতে পারবেন।

পদ্ধতি:

•লেবু গাছের পুরোনো দুই বছরের ছোট ছোট কয়েকটি ডাল পিস করে কেটে নিন।
এবার একটি পাত্রে নিয়ে নিন হলুদের গুঁড়ো ও এক কাপ জল।

•ডালের যে কোনো একদিকের কান্ডতে ভালো করে হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়ে কাপে রাখা জলের মধ্যে ভিজিয়ে নিন। এবার ছোট একটি টবের মধ্যে অল্প মাটি ও বেশি পরিমান বালি মিশিয়ে নিন।

•গাছের হলুদ জল লাগানো কান্ড গুলি পুঁতে দিন, মাটি চাপা দিয়ে ভালো করে পর্যাপ্ত পরিমানে দিয়ে দিন জল। সূর্যের আলোর থেকে দূরে রাখুন তাহলেই দিন ৪০ এর মধ্যেই শিকড় চড়িয়ে পড়বে ও সুন্দর সবুজ পাতা দেখা যাবে।

•তারপরে সেই টব থেকে তুলে আপনি অনায়েসেই মাটিতে বা অন্য কোনো স্থানে বসাতে পারবেন।

‌ এইভাবেই বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলুন দুধগুলো দিয়ে আপনার প্রিয় লেবু গাছ।