



স্যোশাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের ঘরের খবর, রোজনামচা দেখা আমাদের অভ্যাসে চলে এসেছে। তারাও কার্যত মজা পান নিজেদের ব্যক্তিগত,




লাইফস্টাইল পাবলিক ফোরামে দেখাতে। সেই তালিকায় রয়েছেন সিনেমার বড়সড় তারকা থেকে শুরু করে সিরিয়ালের পার্শ্ব চরিত্ররা।




এবং বর্তমানে স্যোশাল মিডিয়ার পোস্ট দেখেই তারকাদের জাজ করা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে ক্যাটরিনা কাইফের একটি ভিডিও।
Those kids who danced with Katrina Kaif yesterday will relish those precious moments for their entire life, NOT because Katrina Kaif the SUPERSTAR was with them, but, because Katrina Kaif, the compassionate HUMAN was with them.#KatrinaKaif #Madurai #TamilNadu pic.twitter.com/MoKBjsOVDm
— KATRINA KAIF TELUGU🇮🇳 (@Katrinafan95) September 25, 2022
তামিলনাড়ুর মাদুরাই মাউন্টেন ভিউ স্কুলের শিক্ষিকা তাঁর মা। সেই স্কুলে গিয়েই কচিকাঁচাদের সঙ্গে আলাপে মেতেছিলেন ক্যাট। একেবারে নো-মেকআপ লুকে খুব সাধারণ কুর্তি পরে দেখা গিয়েছে বলিউড সুন্দরীকে। অনাড়ম্বর এই সাজ দেখে নেটিজেনরা আপ্লুত কন্ঠে জানাচ্ছেন, ক্যাটের মতো মাটির মানুষ ইন্ডাস্ট্রিতে আর দুটি নেই। দ্বিতীয় একটি ভাইরাল ভিডিওতে ক্যাটরিনাকে দেখা গিয়েছে স্কুলের কর্মীদের সঙ্গে নাচতে। স্পিকারে বাজছে ‘আরাবিক কুঠু’র ভাইরাল গান। সেই গানের তালে তালে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গেও পা মিলিয়েছেন এই বলি ডিভা।
প্রসঙ্গত, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিলিফ প্রজেক্ট ইন্ডিয়ার একটি অংশ এই স্কুলটি। দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করেছেন ক্যাটরিনার মা। ২০২০ সালে ক্যাটও স্কুলের ভবন নির্মানের জন্য টাকা সংগ্রহ করেছেন। প্রসঙ্গত, এদিন গ্রেরঙা পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন ক্যাট। একেবারে সাধারণ দেশী লুক ছিল তাঁর। তার ভিডিও একটি ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছিল। সেটাই এখন ঘুরে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়া জুড়ে। ক্যাটরিনার সাধারণত্ব দেখে কেউ মন্তব্য করেছেন, “ভীষণ মিষ্টি আপনি।” আবার কেউ লিখেছেন, “যখন উনি নাচছিলেন, সেটা দেখার মতো দৃশ্য।”