



৫ বছর একটাও ছবি আসেনি তাঁর, দীর্ঘ বিরতির শেষে যে ধামাকাদার এন্ট্রি নেবেন বলিউডের কিং তা তো জানাই ছিল। পাঠান ছবির টিজারে,




তাই আগেই বলা হয়েছে “আবহাওয়া পরিবর্তন হতে চলেছে, দয়া করে কোমরবন্ধ ব্যবহার করুন।” অর্থাৎ কিনা শীতের মরশুম গরম করতে আসবেন শাহরুখ।




এবং হলও তাই। কথা রাখলেন তিনি। সোমবার বেলায় কার্যত হাঙ্গামা সৃষ্টি করলেন বাদশা আর তার যোগ্য সঙ্গত দীপিকা পাড়ুকোন।
চেন্নাই এক্সপ্রেসের প্রায় ১০ বছর পর ফের স্ক্রিণে জুটি হিসেবে দেখা যাচ্ছে শাহরুখ-দীপিকাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে পাঠান ছবির প্রথম গান ‘বেশরম রঙ’। গজলের সুরে উর্দু কিছু লফ্জ ব্যবহার করা হয়েছে গানে। ইতিমধ্যেই তিন কোটি মানুষ দেখে ফেলেছেন গানটি। কিন্তু সমস্যা হল, গান শোনার পর থেকেই পাঠান ছবি বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনরা। এই ছবির বিরুদ্ধে উঠছে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ। ট্যুইটারে চলছে হইহই রইরই কান্ড। ভাবছেন তো ব্যাপারটা কি? আসুন তাহলে খোলসা করে বলা যাক।
They copy everything from foreign films – dress, hair style, scenes, music, style, camera work, plot etc etc.
And then add uniqueness of #BollywoodKiGandagi through sadakchhaap item numbers.
You won't find such #BesharamRang porn songs even in soft-porn films elsewhere pic.twitter.com/dshiWqEcp5
— Gems of Bollywood बॉलीवुड के रत्न (@GemsOfBollywood) December 13, 2022
এই বেশরম রঙ গানের একটি দৃশ্যে দীপিকাকে গেরুয়া মোনোকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। এবার এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে আমাদের দেশের একটি বিশেষ রাজনৈতিক দলের রঙ গেরুয়া। এবং ঘটনাক্রমে আমাদের জাতীয় পতাকার রঙেও রয়েছে গেরুয়া এমনকি এই রঙকে হিন্দুধর্মের একটি পবিত্র রঙ বলে মান্যতা দেওয়া হয়। আর যেহেতু গানের নাম বেশরম রঙ তাই দুইয়ে দুইয়ে চার করতে বেশী সময় নেয়নি ফেক প্রোফাইলের মালিকেরা। স্যোশাল মিডিয়া জুড়ে উঠেছে বয়কটের ডাক।
Real ID se aao gems of bollywood pic.twitter.com/atNFoRTPi6
— Byomkesh (@byomkesbakshy) December 12, 2022
পাশাপাশি এই গানের বেশ কিছু দৃশ্যে খোলামেলা পোশাক পড়া দীপিকাকে আবেদনময়ী ছোঁয়ায় স্পর্শ করতেও দেখা গিয়েছে শাহরুখকে। সেই প্লটে ধর্মীয় রাজনীতি করা বিজ্ঞজনেরা লালকার্ড তুলে ফাউল দেখিয়েছেন। তবে যতই যা হোক, শাহরুখ খানের ছবি বয়কটের অজুহাতে হোক কিংবা আর কিছু, চর্চাতে রয়েছে প্রতি মিনিটে। শাহরুখ দীপিকা ছাড়াও থাকছে জন আব্রাহাম। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে পাঠান।