দ্বিতীয়বার যমজ সন্তানের মা হতেই চলেছেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল, ভাইরাল বেবি মাম্পা ছবি

ভারতীয় সঙ্গীত জগতের একজন অন্যতম জনপ্রিয় তারকা হলেন শ্রেয়া ঘোষাল। তার গলায় সাক্ষাৎ মা সরস্বতীর বাস।

নিজের অসাধারণ সুরেলা কন্ঠে দেশ থেকে বিদেশ কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছেন তিনি। জন্মসূত্রে বঙ্গ তনায়া শ্রেয়া ঘোষালের গানের ভক্ত গোটা পৃথিবী জুড়ে।

২০০২ সালে সঞ্জয়লীলা বানশালির ‘দেবদাস’ সিনেমা থেকে তার কেরিয়ার শুরু হয়। তারপর একাধিক মন মাতানো গানের মাধ্যমে শ্রোতাদের কাছে,

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হয়ে উঠেছেন তিনি। বাংলা, হিন্দি মিলিয়ে প্রায় কুড়িটিরও বেশী ভাষায় ২৪০০ টিরও বেশি গান গেয়েছেন তিনি। ১৯৮৪ সালের ১২ই মার্চ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। তবে বহু বছর আগে কাজের সূত্র এই মুম্বাই গিয়ে বসবাস করেন তিনি। সারেগামাপার মঞ্চেই প্রথম প্রতিযোগী হিসাবে দেশবাসীর মন জয় করেছিলেন তিনি। তারপরেই সঞ্জয় লীলা বানসালির ছবিতে গান করেন। মাত্র ১৮ বছর বয়সেই পদার্পণ করেছিলেন বলিউডে।

কয়েক বছর আগেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া। মাঝেমধ্যেই ছোট্ট খুদে কে নিয়ে স্টেজ শো করতেও দেখা গেছে তাকে। এমনকি ছেলেকে নিয়ে সারাক্ষণ গানের মধ্যেই রাখেন গায়কআপ। কিন্তু আবার তিনি মা হতে চলেছেন! এমনই একটি খবর সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। সম্প্রতি শ্রেয়ার বেবি বাম্প সহ একটি ছবি প্রকাশ্যে এসেছে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় খবর যে আবার মা হতে চলেছেন গায়িকা।কিন্তু আসলে তা নয় ছেলে হওয়ার আগের ছবি এটি। সেই ছবি আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।