দার্জিলিং চা-বাগান ঘুরতে গিয়ে অরুনিতার সঙ্গে অন্তরঙ্গ রোম্যান্সে গান গাইলেন পবনদ্বীপ, তুমুল ভাইরাল ভিডিও

গতবছর‌ই শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল ১২। প্রথম ও দ্বিতীয় হয়েছিল উত্তরাখণ্ডের ছেলে পবনদ্বীপ ও বঙ্গকন্যা অরুনিতা। রিয়ালিটি শো চলাকালীন,

গুঞ্জন উঠেছিল প্রেম করছেন পবন‌ অরুনীতা। কিন্তু তারা গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তারা কেবল বন্ধু।

কিন্তু যা রটে তা কিছুটা তো ঘটে। তাদের সম্পর্ক নিয়ে প্রায় নিশ্চিত অনুরাগীরা। আর এবার তার‌ই প্রমাণ মিলল।কিছুদিন আগেই একটি রোমান্টিক ভিডিও,

ভাইরাল হয়েছিল তাদের। লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল তাদের। আমেরিকায় লাইভ শো করে মঞ্চ‌ও মাতিয়েছেন। বর্তমানে তাঁরা ‘সুপার সিঙ্গার সিজন ২’-র মেন্টর। সেখানেও বেশ লাভ অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আর তা মাঝেমাঝেই উস্কে দেন বিচারকেরা। নিজেদের যদিও ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন দুজনে‌। কিন্তু তাদের হাবভাবে কিন্তু ফুটে ওঠে অন্য কিছু। আর তা বেশী করে রঙ চড়িয়ে দর্শকদের সামনে পরিবেশন করা হয়। তাদের পেছনে লাগতে ছাড়েননা কেউই। দর্শকরাও চান তাদের জুটি স্থায়ী হোক সারাজীবনের জন্য। তবে তাঁরা নিজেরা এখন‌ও খোলাখুলিভাবে কিছুই কথা বলেনি এই বিষয়ে।

তবে এর‌ইমধ্যে প্রকাশ্যে এল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে সবুজ চা বাগানের মাঝে দাঁড়িয়ে রয়েছে অরুদ্বীপ। পবনের পরনে সবুজ-সাদা টিশার্ট। অরুনিতা পড়ে রয়েছে সাদা-নীল। তাদের দুজনের‌ই মাথায় টুপি, যেমনটা পড়ে চা তোলা হয়। ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। বলা হচ্ছে, আসাম ঘুরতে গিয়েছে এই লাভি ডাবি কাপল।‌ প্রসঙ্গত, পবনদ্বীপ‌ও পাহাড়ের ছেলে। তাই নেটিজেনদের একাংশ বলছে, হয়ত পবনের আবাসেই ঘুরতে গিয়েছে অরু। তবে ছবিটি কি আসল নাকি মর্ফ করা তা এখন‌ও জানা যায়নি।