বিষধর কালো কোবরার সঙ্গে খেলায় মাতল দুধের শিশু, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান যুগে স্মার্টফোন খুবই প্রয়োজনীয় একটি জিনিস। দৈনন্দিন জীবনে এর ব্যবহার অপরিসীম এবং সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম,

যেখানে মুহূর্তের মধ্যে কোন ভিডিও বা খবর ভাইরাল হয়ে যায়। বাড়িতে বসেই আপনি দূরদূরান্ত পর্যন্ত যেকোনো মানুষের খবর পেয়ে যেতে,

পারেন শুধুমাত্র এই স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে তো স্মার্টফোনের ব্যবহার আরো বেড়ে গিয়েছে। অফিস কাছারি,

 

View this post on Instagram

 

A post shared by @caveman_sharker

পড়াশুনা সমস্তকিছুই সীমাবদ্ধ হয়ে পড়েছে স্মার্টফোনের মধ্যে। ফলে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনে হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু কিছু সময় সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ধরনের সব ভিডিও দেখা যায়। যা ক্যামেরাবন্দি না হলে হয়তো বিশ্বাসই করা সম্ভব হতো না। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই ভিডিও দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মানুষ তো পুরো অবাক হয়ে পড়েছেন। হাঁ হয়ে গেছেন সবাই। ভিডিওটি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘কেভম্যান শার্কার’ নামক একটি ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটির ক্যাপশনে লেখা, “দেখে মনে হচ্ছে, ও যেন নাচছে”। ভিডিওতে দেখা যায়, সবুজ ঘাসে ভরা একটি মাঠে বসে রয়েছে একটি শিশু।

শিশুটির মুখে প্রাণোচ্ছল হাসি স্পষ্ট। আর সেই শিশুর পাশ দিয়েই যাচ্ছে কালো রঙের একটি সাপ। কি অবাক হলেন তো? আসলে ঠিক এমনটাই ঘটেছে এই ভিডিওতে। দাবি করা হয়েছে, সাপটি বিষাক্ত কালো কোবরা। এই অবস্থায়, শিশুটির মুখে একটুও ভয়ের ছাপ দেখা যায়নি। বরং তাকে সাপটির সঙ্গে খেলতে মত্ত থাকতে দেখা যায়। একটি হলুদ রঙের পোশাক পড়ে বাচ্চাটি সবুজ ভাসের মধ্যে বসে কালো রঙের এই বিষাক্ত কোবরা সাপের সঙ্গে খেলা করছে। দেখে যেন মনে হবে এই কালো রঙের কোবরা সাপটি আর এই বাচ্চাটি একদম পরস্পরের ভালো বন্ধু। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া আবার দুইভাগে বিভক্ত হয়ে যায়। কেউ যেখানে এই ভিডিওটি দেখে অবাক হয়েছেন, সেখানেই কেউ আবার বাচ্চাটির অভিভাবকদের দায়িত্ববোধে প্রশ্ন তুলেছেন। এই ভিডিওটি প্রায় লক্ষ লক্ষ মানুষ দেখে নিয়েছেন আর চারিদিকে শেয়ার করেছেন প্রচুর পরিমাণ।