প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন টলি জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা সরকার, রইলো ছবি

টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ মোনালিসা সরকার। বেশ কয়েকটি ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী।

এমনকি সংগীত বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো এর সঞ্চালিকা আসনে বসেছিলেন মোনালিসা। প্রায় দুই দশক ধরে অভিনয় জগতে রয়েছেন তিনি।

তবে ক্যামেরার সামনে তার রিল লাইফ প্রকাশ্যে আসলেও রিয়েল লাইফ নিয়ে তিনি কখনো খুব একটা প্রচার করতে পছন্দ করেন না।

বরাবর নিচের ব্যক্তিগত জীবন ক্যামেরার পিছনেই রাখতে ভালোবাসেন মোনালিসা। বিয়ে হয়েছে প্রায় তিন বছর আগে সম্প্রতি ফুটফুটে এক পুত্র,

 

View this post on Instagram

 

A post shared by Tolly media (@mediatolly)


সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তার পুত্রের নাম রিয়াংশ। সেই ছেলেকে এবার তিনি ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। Instagram এ ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মোনালিসা ক্যাপশনে লিখেছেন আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন।

আমার ছেলে যাতে অনেক বড় হয়। যদিও ছেলের মুখ দেখা যায়নি ছেলেটি অনেক ছোট এটুকুই বোঝা যাচ্ছে।বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের লিড রোলে দেখা না গেলেও পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় যথেষ্ট নজর কারা। এমনকি হিন্দিতেও বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন মোনালিসা। বিয়ে করেছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে।

সোশ্যাল মিডিয়ায় খুব একটা একটিভ থাকে না মোনালিসা। তবে বিয়ের পরে কয়েকটা ছবি পোস্ট করে তিনি ভক্তদের জানিয়ে দিয়েছিলেন তার সিঙ্গেল দশা ঘুচল। এবার ছেলের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন মোনালিসা।ভক্তরাও প্রিয় অভিনেত্রী এবং তার সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সবাই লিখেছেন খুব ভালো থাকো তোমরা। কেউ লিখেছেন, মায়ের মতোই ছেলে হবে।