মা হওয়ার পর এই প্রথম সদ্যজাত শিশু কন্যাকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হলেন বলিউড নায়িকা বিপাশা বসু, রইলো ছবি

লিউডে একের পর এক সুখবর। মা- বাবা হলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিপস।

গত অগাস্ট মাসে বিপাশা ও করণ প্রথম ঘোষণা করেন যে, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। এরপর থেকে প্রায়ই বিভিন্ন,

ফটোশ্যুটের ঝলক সকলের সামনে তুলে ধরেন তিনি। যেখানে স্পষ্টভাবে দেখা যায় তাঁর বেবি বাম্প। ৪৩ বছর বয়সে মা হলেন বিপাশা বসু,

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

নায়িকাকে ঢিলেঢালা এবং তুলনামূলক বড় সাইজের পোশাকে দেখে অনেকেই মনে করেছিলেন যে তিনি বেবি বাম্প লুকিয়ে রেখেছেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সুখবরটি নিশ্চিত করেছিলেন নেটমাধ্যমে। তাঁর মা হওয়ার খবর পাওয়া মাত্রই অনুগামী থেকে শুরু করে তারকা, সকলে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন জুটিকে। লক্ষ্মীসোনাকে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ির পথে সেলেব মাম্মা। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একরত্তি মেয়েকে নিয়ে আর পাশে স্বামী করন কে নিয়ে দিলেন পোজ। সেদিনই নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে সদ্যোজাত কন্যার,

দুটি ছোট্ট পা নিজের হাতের তালুতে নিয়ে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের এই সুখবর জানিয়েছিলেন বলি সুন্দরী বিপাশা বসু। সেই পোস্টে বিপাশা নিজের কন্যার জন্ম তারিখ এবং তার নামও উল্লেখ করেছিলেন। মাম্মা বিপাশা তার মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। যেখানে লেখা ছিল, “মায়ের ভালোবাসা এবং আশীর্বাদের স্বরূপ আজ সশরীরে হাজির। এই স্পর্শ যেন ঐশ্বরিক।” আজ মা-বিপাশা বাড়ির পথে। হাসপাতাল থেকে ছুটি নিয়ে সোজা বাড়ি ফেরেন গ্রোভার দম্পতি। আর বাড়ির নীচে দাঁড়িয়ে মেয়েকে কোলে নিয়ে ছবির জন্য পোজও দেন বিপাশা। কোলে মেয়ে, ডানপাশে স্বামী।

গোলাপি তোয়ালে জড়ানো মেয়েকে কোলে দাঁড়িয়ে থাকা বিপাশার পরনে এদিন ছিল কালো-সাদা ওয়ান পিস, চোখে রোদ চশমা, মুখ মাস্কে ঢাকা বিপাশার। অন্যদিকে করণের পরনে কালো টি-শার্ট, কালো শর্টস এবং স্নিকার্স। দুজনেই যে খুশির জোয়ারে ভাসছেন, তা বারবার নজরে পড়েছে প্যাপদের। তাই এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন সকলেই। একাধিক প্রেম, অভিনয় জগৎ থেকে জীবনসঙ্গী বেছে বিয়ে, আর সেখান থেকে অন্তঃসত্ত্বা হয়ে বেশি বয়সে মা হওয়া, সবকটা সময়েই চর্চার মাঝে ছিলেন বিপাশা। কারণ কোনোদিন তিনি ট্রেন্ডে গা ভাসাননি। বরং নিজের মন যে কাজে সায় দিয়েছে তাই করে গেছেন বিপাশা। নাহলে ৪৩ বছর বয়সে মা হওয়া তো আর মুখের কথা নয়!