তৃতীয় স্বামীকে ছেড়ে এবার চতুর্থবারের মত বিয়ে করলেন নাকি অভিনেত্রী শ্রাবন্তী, রইলো বিয়ের ভিডিও

চলছে বিয়ের মৌসুম। বলিউড থেকে টলিউড, সর্বত্র সানাইয়ের সুর।সেই আমেজ উস্কে দিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেতা ওম সাহানির সঙ্গে হাজির হলেন বর-কনের বেশে।তাহলে কি চতুর্থবারের মতো বিয়ে করলেন এ অভিনেত্রী?

এদিকে শহরে অকাল বৃষ্টি। উত্তুরে হাওয়ার দাপটে শীতল তিলোত্তমা। এমন দিনেই সোশ্যাল মিডিয়ায় সারপ্রাইজ দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti)। লাল বেনারসি, মাথায় টোপর, গা ভরতি সোনার গয়না পরে কনের সাজে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।

তবে একা নন, পাশে তাঁর নতুন বর অভিনেতা ওম! ব্যস, শ্রাবন্তীর এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে হইচই শুরু। নিন্দুকরা তো বলেই উঠলেন, শ্রাবন্তী এবার ৪ নম্বর বিয়েটাও সেরে ফেললেন! বিয়ে, সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে নিয়ে বিতর্কের শেষ নেই।

তার উপর শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে ইতিমধ্যেই শোরগোল রয়েছে টলিপাড়ায়। তবে এসব একেবারেই পাত্তা দেন না তিনি। বরং শ্রাবন্তী থাকেন নিজের মেজাজে। অন্যদিকে, চলতি বছরেই টেলি অভিনেত্রী মিমিকে বিয়ে করেছেন ওম। আর এবার সিনেমার পর্দায় শ্রাবন্তীর সঙ্গে,

বিয়েটা সেরে ফেললেন অভিনেতা যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা যায়, লাল বেনারসি, গা ভর্তি সোনার গহনা, মাথায় লাল সিঁদুর আর ফুলের মালায় সেজে বাঙালি কনে শ্রাবন্তী। পাশে পাঞ্জাবি পরে, টোপর মাথায় ও ফুলের মালা গলায় পরে তৈরি বর ওম।

এই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন শ্রাবন্তী নিজেই। তবে বাস্তবে এ অভিনেত্রী ও অভিনেতা সাত পাকে বাঁধা পড়েননি। শ্রাবন্তী ও ওম ‘ভয় পেও না’ নামের সিনেমায় জুটি বেঁধেছেন। এই সিনেমার পোস্টারের শুটে বর-কনে সেজে অংশ নিয়েছেন টলিউডের এই জুটি।

জানা গেছে, ‘ভয় পেও না’ সিনেমাটি নির্মাণ করছেন যাচ্ছে নবাগত নির্মাতা অয়ন দে। আসছে বছরের শুরুতে চার জানুয়ারি শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। ভয় পেও না’ ছবির চিত্রনাট্য বউমা ও শাশুড়ির সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে।

তবে গল্পে রয়েছে দারুণ টুইস্ট। যা নাকি চমকে দেবে দর্শকদের। সেই টুইস্ট কি আসলে ভয়ের? ভূত রয়েছে? ছবির টিম তা নিয়ে মুখ না খুললেও, শ্রাবন্তী কিন্তু বাস্তবে ভূতে বড্ড ভয় পান। তবুও ভূতের ছবি দেখতে দারুণ ভালবাসেন তিনি। শ্রাবন্তীর কথায়,

ভূতের ছবির গা ছমছমে ব্যাপারটাই দারুণ লাগে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী-ওম। এর আগে তাদের ‘হল্লোড়’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে।