



সোনম কাপুরের জীবনে আনন্দই আনন্দ। একেবারে ডবল আনন্দ নিয়ে খুশিতে ডগমগ নতুন মাম্মা। হ্যাঁ, অনেক সাধ্য সাধনার পর নতুন অতিথি,




মেয়ের ডাকে সাড়া দিয়েছে। ২০১৮ তে আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলি পাড়ায় মোস্ট স্টাইলিশ গার্ল সোনম।




বিয়ের প্রায় পাঁচ বছরের মাথায় নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছেন এই সেলিব্রিটি দম্পতি। এদিন, সোনম কাপুরের কোল আলো করে আসে ছোট্ট আনন্দ,
View this post on Instagram
অর্থাৎ পুত্র সন্তান। আপাতত মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন এবং ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগীরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষত অনিল কাপুরের ঘরে প্রথম নাতি, তাই এর আনন্দ হয়ে ওঠে দশগুণ। তবে এরই মাঝে গত মাসে অভিনেত্রী তার ইনস্ট্রা প্রোফাইল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো ছিল অভিনেত্রী তার মাসির সাথে ছোটবেলাকার ছবি। আসলে মাসের জন্মদিনে ছোটবেলার ছবি শেয়ার করে মাসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী সোনাম কাপুর। সম্প্রতি সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। মোট তিনটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ভক্তদের সাথে। সোনামের ছোটবেলার এই ছবি দেখে অনুগামীরাও প্রশংসা করে ভরিয়ে দিয়েছেন।
ভাইরাল এই ছবির মধ্যে প্রথম ছবিটিতে দেখা গেছে মাসির কোলে বসে রয়েছে ছোট্ট সোনাম। দেখে যতদূর বোঝা গেছে ছোট্ট সোনামের বয়স তখন খুব জোর ছয় কি সাত বছরের হবে। ছোট্ট একটি নীল আর সাদা রঙের ফ্রক পড়ে চুলে একটি ঝুঁটি বেঁধে হাতে চকলেট নিয়ে মাসির কোণে বসে রয়েছে ছোট্ট সোনাম। এদিকে সুনামের দিকে তাকিয়ে রয়েছে তার মাসি রেনা মারওয়াহ। প্রথম ছবিতে ছোট্ট সোনামকে খুবই মিষ্টি লাগছে। আর মাসির সাথে সোনামের এই ছোটবেলার ছবি খুবই পছন্দ হয়েছে অনুগামীদের। এরপর দ্বিতীয় ছবিতে দেখা গেল সুনামের মাসির কোলে রয়েছে আরেকটি ছোট্ট বাচ্চা আর সামনে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট সোনাম এবং সকলের প্রিয় অভিনেতা ছোটবেলার অর্জুন কাপুর। ছোট্ট সোনাম ক্যামেরার দিকে তাকিয়ে আর অর্জুন কাপুর অন্যদিকে পাশ ফিরে তাকিয়ে রয়েছে। এদিকে সুনামের মাসি কোলে থাকা বাচ্চাটির দিকে তাকিয়ে আছে।
যথেষ্ট পূর্ণ দিনকার ছবি কিন্তু তাও সকলকে কি সুন্দর মিষ্টি লাগছে এই ছবিতে। দেখে বোঝা যাচ্ছে সোনাম তখন একটু বড় হয়েছে। এর পরের ছবিতে দেখা গেল সোনামের মাসি পাশে সোনাম এবং অর্জন কাপুড়কে নিয়ে বসে রয়েছে। তখন তাদের বয়স প্রায় ১২ কি ১৩ বছরের হবে। ছবিতে একদম ক্যাজুয়াল পোশাকে রয়েছে অর্জুন কাপুর এবং সোনাম কাপুর সাথে তাদের মাসি। এই তিনটি ছবি পোস্ট করেই জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন শোনান তার মাসিকে। ছবিটিতে অর্জুন কাপড় এবং মাসি রেনা মারওয়াহ কে ট্যাগ করেছে অভিনেত্রী। ১০২ হাজারের ওপরে লাইক পড়ে গেছে ছবিটিতে ইতিমধ্যেই আর কমেন্ট সংখ্যাও এসেছে প্রায় ৫০০-র কাছাকাছি। বর্তমানে খুব পরিমাণে ভাইরাল হচ্ছে এই ছবিগুলি।