যমজ সন্তানের মা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দুর্দান্ত ভঙ্গিতে নাচলেন জনপ্রিয় বলি অভিনেত্রী বিপাশা বসু, ভাইরাল ভিডিও

স্যোশাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের ঘরের খবর, রোজনামচা দেখা আমাদের অভ্যাসে চলে এসেছে। তারাও কার্যত মজা পান নিজেদের ব্যক্তিগত,

লাইফস্টাইল পাবলিক ফোরামে দেখাতে। সেই তালিকায় রয়েছেন সিনেমার বড়সড় তারকা থেকে শুরু করে সিরিয়ালের পার্শ্ব চরিত্ররা।

আলিয়া ভাটের গর্ভাবস্থার সময়েই প্রকাশ্যে এসেছিল বিপাশা বাসুর প্রেগন্যান্সির খবর‌। গত পরশুই মা হয়েছেন আলিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

ফলতঃ বোঝাই যাচ্ছে দিন এগিয়ে আসছে বিপাশার‌ও। ৪৩ বছর বয়সে এসে মা হচ্ছেন এই বঙ্গসুন্দরী। ফলতঃ তাঁর উদ্দীপনা একদম চরমে। নিজের প্রেগন্যান্সির গোটা সময়টাই মুহুর্ত বন্দী করে রাখতে চান তিনি।‌ সেই কারণে রোজ‌ই কিছুনা কিছু পোস্ট করেন। এই যেমন রিল ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে ও স্বামী করণ সিং গ্রোভারকে একটি ইংরেজি গানে নাচতে দেখা গিয়েছে। বিপসয়ের পরনে রয়েছে কালো চিতাছাপ পোশাক। খোলা চুল আর নো মেক‌আপে ঝকঝক করছে প্রেগন্যান্সি গ্লো। তাঁর বেবিবাম্প দেখে বোঝা মুশকিল নয় যে সময় আসন্ন। অন্যদিকে করণ‌ও সাথ দিয়েছে সাদা টিশার্ট পরে।

ক্যাপশনে বিপাশা লিখেছেন, “এখন আর নড়তে পারিনা”, তাঁর বেবিবাম্পকে ইঙ্গিত করেই যে এই কথা বলেছেন তা বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, নিজের মা হ‌ওয়ার খবর স্যোশাল মিডিয়া মারফত‌ কিছুমাস আগে জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, “জীবনে একটি নতুন সময়, একটি নতুন পর্ব, সর্বোপরি নতুন আলো আসতে চলেছে। আমাদের নিজেদের জীবনটাকে পরিপূর্ণ করে তুলছি এবং গুছিয়ে নিচ্ছি। এতদিন আমরা দু’জন ছিলাম। এখন তিনজন হয়ে যাবো‌‌।” কিছুদিন আগেই বেবিশাওয়ারের অনুষ্ঠান সম্পাদিত হয়েছে বিপাশার। দিনকয়েক আগে ডিনার ডেটেও গিয়েছিলেন স্বামী করণ গ্রোভারের সঙ্গে। সবমিলিয়ে প্রেগন্যান্সির সময়টা জমিয়ে উপভোগ করছেন এই বঙ্গতনয়া।