জনপ্রিয় মঞ্চে দুর্দান্ত কন্ঠে গান গেয়ে তাক লাগাল বঙ্গতনয়া অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমরা এমন অনেক জনপ্রিয় শিল্পীদের গান দেখতে পাই যা হয়তো আমরা সামনে থেকে দেখতে পাই না।

তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ‘সারেগামাপা লিটিল চ্যাম্পস’ এবং ইন্ডিয়ান আইডল,

খ্যাত শিল্পী ‘অনুষ্কা পাত্র গান গাইছে। এই মুহূর্তে সঙ্গীত জগতের একজন জনপ্রিয় নাম হলো অনুষ্কা। গান গেয়ে অনুষ্কা কলকাতা পেরিয়ে,

সুদূর মুম্বাইবাসীদেরও মন জয় করে নিয়েছে। কলকাতার মেয়ে অনুষ্কার গানের গলায় মুগ্ধ গোটা দেশ।
‘জি বাংলা’র (Zee Bangla) জনপ্রিয় ‘সারেগামাপা লিটিল চ্যাম্পস’ (SaReGaMaPa li’l champs) এর হাত ধরে সর্বপ্রথম মানুষের সামনে আসে অনুষ্কা পাত্র। তার কণ্ঠে মুগ্ধ হয়েছিল গোটা বাংলা। শোনা গিয়েছিল এই প্রতিযোগিতায় তিনিই নাকি সর্বশ্রেষ্ঠ স্থান দখল করবেন। কিন্তু শেষ পর্যন্ত আর সেরকম কিছু হয়নি। দ্বিতীয় স্থান অধিকার করেছিল অনুষ্কা। এরপর কলকাতা ছেড়ে, মুম্বাই পাড়ি দেন অনুষ্কা সেখানে ‘ইন্ডিয়ান আইডলে ১৩’ (Indian Idol 13) প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে পাঁশকুড়ার একটি গণেশ পূজার অনুষ্ঠানে গান গাইছে এবং দর্শকদের উদ্দেশ্যে তার সুরেলা কন্ঠ শোনাচ্ছে। ওই অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি সিনেমা ‘নামক হালাল” মুভির জনপ্রিয় গান ‘পাগ ঘুংরু’ গানটি গাইতে দেখা যায় অনুষ্কাকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা অনুষ্কার গানের প্রশংসা করেছে। ‘তপতী স্টুডিও ’ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ১০ লক্ষের বেশি মানুষ এখনো পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন এবং আঠারো হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন।