



সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত হাজার ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে সেই হাজার ধরনের ভিডিওর মধ্যে কিছু ভিডিও থাকে একদম নজর কেড়ে নেওয়ার মতন।




আর কিছু ভিডিও থাকে মনকে ভালো করে দেওয়ার মতো ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি বাঁদর ছানার ভিডিও। এই বাঁদর ছানাকে নিজের সন্তানের মতন,




ছোট থেকে একটু একটু করে বড় করে তুলছেন এক মহিলা। হয়তো আপনারা এই মহিলার ব্যাপারে অনেকেই বুঝতে পেরে গেছেন আবার অনেকে পারেননি।
তাই জানিয়ে রাখি এই মহিলা এই বাঁদর ছানাকে নিজের সন্তানের মতনই ভালোবাসেন। প্রায়শই তিনি তার বাঁদর ছানাদের সাথে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সম্প্রতি তেমনই একটি বাঁদর ছানার ভিডিও ভাইরাল হয়েছে আবারও। মা তো মা ই হয়। মায়ের যতই প্রশংসা করা হবে ততই কম হবে। এই বাঁদর ছানাকে নিজের ছেলের মতন ভালোবাসেন এই মহিলা। ভালোবেসে এই বাঁদর ছানার নাম রেখেছেন চুমকি। ভিডিওতে দেখা গেল ছোট্ট এই বাঁদর ছানার খিদে পেয়েছে সেই জন্য এই মহিলার কাছে সে ছুটে ছুটে চলে এসেছে খাবার জন্য। ভিডিও শুরু হতেই দেখা গেল সিঁড়ি দিয়ে ছুটে ছুটে উঠে আসছে ছোট্ট এই চুমকি নামের বাঁদর ছানা। দেখা গেল ছুটে এসে ওই মহিলার কাছে চলে এলো।
মহিলাটি একটি ঘরে শুয়ে ছিলেন আর তার কাছে এসে খাবারের জন্য ছটফট করতে থাকলো। মহিলাটি খুব ভালো করেই জানতেন যে এই ছোট্ট বাচ্চার ছানা খেতে আসবে সেই জন্য তিনি দুধের বোতল নিয়ে বসেই ছিলেন। সঙ্গে সঙ্গে এসে আসতেই চুমকি বলে ডেকে উঠলেন মহিলাটি। আর দিয়ে দুধের বোতল নিয়ে ছোট্ট বাঁদর ছানা খেতে শুরু করে দিল। এই বাঁদর ছানার প্রতি এই মহিলার এমন স্নেহ ভালবাসা অনুরাগীদের মনে ধরেছে। যার ফলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই ভাইরাল হয়েছে চারিদিকে। এরপর দেখা গেল মহিলাটি বাঁদর ছানার মুখে সেই দুধের বোতল ধরলো আর ছোট্ট বাঁদর ছানাও দুধের বোতল ধরে চাপ খেতে শুরু করে দিল। দেখেই বোঝা যাচ্ছিল তার খুবই খিদে পেয়েছিল।
মহিলাটি তাকে কাছে টেনে তার ওপরে শুয়ে ছোট্ট বাঁদর ছানাকে একদম মায়ের মতো ভালোবেসে দুধ খাইয়ে দিল। ছোট্ট বাঁদর ছানা ও সেই মহিলাটির কাছে শুয়ে শুয়ে চুপচাপ খেয়ে নিল। ঠিক যেন একটি মা আর সন্তানের সম্পর্ক। সন্তানের খিদে পেয়েছে তাই সে মায়ের কাছে ছুটে এল আর মা তাকে সঙ্গে সঙ্গে খেতে দিল। ভিডিওটি এতই একটি মিষ্টি মধুর সম্পর্কের ভিডিও যা মানুষের মনে জায়গা করে দিয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় খিদে পেয়েছিল যে সে বোতলের পুরো দুধ খেয়ে ফেলে। এমন একটি মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে Badri Narayan Bhadra নামের একটি চ্যানেল থেকে। মাত্র কিছু ঘন্টা আগে ভাইরাল হওয়া এই ভিডিও বর্তমানে দেখে নিয়েছেন দশ হাজারেরও বেশি মানুষ। এদিকে ভিডিওটিতে লাইক ও পড়ে গেছে প্রায় হাজারের কাছাকাছি। কমেন্ট বক্সে এসেছে মিষ্টি মিষ্টি কমেন্ট।