



অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডেল ১২। অনেক সংগীত বিশেষজ্ঞদের মতে এই সংগীতের সেরা মঞ্চ যেখানে শিল্পীদের জন্ম হয়।




এইবার ইন্ডিয়ান আইডল ১২-ই দিল দুই স্পেশাল স্টার, তারা হলেন এই সিজনের প্রতিযোগী অরুনিতা ও পবনদ্বীপ। এই সিজনের প্রতিযোগিতারি প্রথম,




থেকেই দর্শকদের জন্য সুন্দর সুন্দর গান গেয়ে তাঁদের মন জয় করেছেন। কিন্তু সেদিনের সবচেয়ে নজরকাড়া দুই প্রতিযোগী হলো পবনদ্বীপ ও অরুনিতা।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁদের দুজনের রোমান্টিক মুহূর্ত তৈরি হয়েছে বারবার। ভক্তরা সাধ করে এই জুটিকে নাম দিয়েছেন অরুদ্বীপ, যা এক ট্রেন্ডিং হ্যাশট্যাগে পরিণত হয়েছিল। অরুনিতা-পবনদ্বীপ জুটির গান শুধু এদেশীয়দের মধ্যেই নয়, বিদেশিদের মধ্যেও বেশ জনপ্রিয়। শোতে থাকাকালীন পবনদ্বীপ এবং অরুনিতার দারুন রসায়ন দর্শকদের সামনে উঠে এসেছিল। এমনকি তাদের দুজনের সম্পর্ক নিয়েও চলেছিল জোর গুঞ্জন। প্রথমেই অরুনিতা এবং পবনদ্বীপ জানিয়েছিলেন তাঁরা কেবল একে অপরের ভালো বন্ধু। তবে শো শেষ হয়ে যাওয়ার পরেও তাদের রসায়নে এতোটুকু ঘাটতি পড়েনি। বড়ং দিন প্রতিদিন বেড়েই চলেছে। ইন্ডিয়ান আইডল শো শেষ হয়ে গেলেও বেশিরভাগ সময়ই একসাথে দেখা যায় পবনদ্বীপ অরুনিতাকে। সম্প্রতি কিছুদিন আগেই শেষ হলো সুপারস্টার সিঙ্গার সিজন-২। আর সেখানেও ক্যাপ্টেনের স্থানে ছিলেন অরুনিতা এবং পবনদ্বীপ।
তবে তাঁরা অনেকবার একথা বলেছেন যে তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই কিন্তু একথা মানতে নারাজ হয় তার ভক্তরা। বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাদের নিয়ে বিভিন্ন ভিডিও। সম্প্রতি আবারো একটি ভিডিও ভাইরাল হবে যেখানে দেখা গেল লাল রংয়ের লেহেঙ্গা পড়ে পবনদ্বীপের সাথে মঞ্চে নাচ করলো অরুনিতা। এই দিন পবনদীপ কেউ দেখা গেল পাহাড়িয়া পোশাকে। দুজনের এই অসাধারণ নাচের ভিডিও বেশ পছন্দ করেছেন সোশ্যাল মিডিয়ার মানুষ। ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনেরা মুগ্ধ হয়ে গেছেন। দেখা গেছে লাল রঙের লেহেঙ্গা পড়ে পবনদ্বীপের হাত ধরে নাচ করছে অরুনিতা। তাদের গান করার মুহূর্ত তো সবাই দেখেছে কিন্তু এবার তাদের একসাথে নাচ করার এই মুহূর্ত দেখে অনুরাগীরা পুরো মুগ্ধ হয়ে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাতে হাত রেখে নাচে মত্ত হয়েছেন তারা।
সুপারস্টার সিঙ্গার বা ইন্ডিয়ান আইডলের মঞ্চ প্রতিটি জায়গায় তাদের নিয়ে রসায়নে ভরপুর থেকেছে সবসময়। আর এবারও তার ঘাটতি রইল না। ভক্তরা অরুদ্বীপ জুটিকে এতটাই পছন্দ করেন যে মাঝেমধ্যেই তাদের নিয়ে নানান ধরনের ভিডিও তারা বানিয়ে থাকেন। তবে জানি রাখি সম্প্রতি এই ভিডিও একটি বানানো হয়েছে। আপাতত এরকম তাদের একসাথে নাচের মুহূর্ত দেখা যায়নি। তবে বলা যায় না সামনে কোন একদিন দেখা গেল তাদের একসাথে এভাবে নাচ করতে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই চারিদিকে তুমুল গতিতে ছড়িয়ে গেছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এসে ভিডিওটি দেখেছেন আর সাথে হাজার হাজার মানুষের লাইক করে ভরিয়ে দিয়েছেন ভিডিওটিকে। কমেন্ট বক্সে এসেও ভক্তরা নানান রকমের মন্তব্য করেছেন। অরুনিতা আর পবনদ্বীপের প্রশংসায় ভরপুর হয়ে গেছে কমেন্ট বক্স।