জাতীয় মঞ্চে অরুনিতাকে জড়িয়ে ধরে রোমান্টিক মুডে গান গাইতে গাইতে নাচলেন পবনদ্বীপ, ভাইরাল ভিডিও

গতবছর‌ই শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল ১২। প্রথম ও দ্বিতীয় হয়েছিল উত্তরাখণ্ডের ছেলে পবনদ্বীপ ও বঙ্গকন্যা অরুনিতা।

রিয়ালিটি শো চলাকালীন গুঞ্জন উঠেছিল প্রেম করছেন পবন‌ অরুনীতা। কিন্তু তারা গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তারা কেবল বন্ধু।

কিন্তু যা রটে তা কিছুটা তো ঘটে। তাদের সম্পর্ক নিয়ে প্রায় নিশ্চিত অনুরাগীরা। আর এবার তার‌ই প্রমাণ মিলল।কিছুদিন আগেই একটি রোমান্টিক,

ভিডিও ভাইরাল হয়েছিল তাদের। লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল তাদের। আমেরিকায় লাইভ শো করে মঞ্চ‌ও মাতিয়েছেন। বর্তমানে তাঁরা ‘সুপার সিঙ্গার সিজন ২’-র মেন্টর। সেখানেও বেশ লাভ অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আর তা মাঝেমাঝেই উস্কে দেন বিচারকেরা। নিজেদের যদিও ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন দুজনে‌। তবে তাদের পেছনে লাগতে ছাড়েননা কেউই। এই যেমন প্রতিযোগী আর্যনন্দাকে নিজের টিমে রাখতে চেয়েছিলেন পবনদ্বীপ। কিন্তু অরুনিতা চেয়ে বসে আর্যনন্দাকে।

প্রথমে নাকচ করলেও পরে হিমেশ রেশমিয়া এবং অলকা ইয়াগনিকের কমেন্ট পাস করা দেখে অরুনিতার হাতেই শেষমেষ তুলে দেন পবনদ্বীপ। আবার, তাদের দুজনে এক‌ই রঙা পোশাক পড়ে মঞ্চে উপস্থিত হলেও তাদের পেছনে লাগতে ছাড়েননি হিমেশজি। সবমিলিয়ে বেশ রোমান্টিসিজমের রেশ রয়েছে সুপার সিঙ্গারে। প্রসঙ্গত, প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে সুপার স্টার সিঙ্গার। বর্তমানে চলছে এই শোয়ের দ্বিতীয় সিজন। প্রত্যেক এপিসোডে থাকে প্রচুর গল্প ও আনন্দ। জনপ্রিয় সোনি চ্যানেলের এই গানের রিয়্যালিটা শোয়ে বিচারকের আসনে রয়েছেন অলকা ইয়াগনিক, হিমেশ রেশমিয়ার মতো সঙ্গীতের মহারথীরা।