



খুব অল্প সময়ের মধ্যে যেমন ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তেমন খুব তাড়াতাড়ি বিদায় নিলেন। আজও ঐন্দ্রিলা শর্মার স্মৃতি টাটকা রয়েছে,




তার ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়ায় এখনো ঐন্দ্রিলার নানান অদেখা ছবি ও ভিডিও পোস্ট করা হয়। যেমন দিন কয়েক আগে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল,




তার আদরে সন্তানের সঙ্গে তার ভিডিও। সেখানে দেখা যায় মিষ্টি মুখে হাসিখুশি ঐন্দ্রিলাকে । তিনি তার কাছের প্রিয় পোষ্যকে জড়িয়ে ধরে বসে আছেন।
View this post on Instagram
এই ছবিটি যখন তোলা তখন অসুস্থ ঐন্দ্রিলা। তার প্রিয় পশুর নাম বোজো। সে একটি অ্যালসেশিয়ান কুকুর। মাত্র পাঁচ বছর বয়স তার ঐন্দ্রিলার সঙ্গেই সব সময় তাকে দেখা যেত। একমাত্র শুটিং এর সময় যখন ব্যস্ত থাকতেন ঐন্দ্রিলা তখন আপন মনে খেলে বেড়াতো এই সারমেয়। তখন সে ঘুরে ঘুরে বেড়াতো ঐন্দ্রিলার ঘর জুড়ে। তবে ঐন্দ্রিলা যখন ছুটিতে থাকতেন তখন তার সঙ্গে চুটিয়ে মজা করত এই ছোট্ট কুকুরটি।
মাঝেমধ্যেই তার ভিডিও এবং ছবি পোস্ট করতেন অভিনেত্রী। এমনকি তার জন্মদিনের সময় তাকে উইশ করতে ভুলতো না এই ছোট্ট কুকুর। ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান আমার মানিক মারা যাওয়ার পরে সারা ঘরে ঘুরে বেড়াতো বোজো। সে যেন প্রতি পদে পদে ঐন্দ্রিলার অস্তিত্ব টের পেত। মাঝেমধ্যেই নাকি কাদত এই কুকুরটি। এখনো সে মনমরা হয়ে বসে থাকে ঘরের মধ্যে। মানুষের মতই তারও রয়েছে অনুভূতি। ঐন্দ্রিলার মারা যাওয়ার পর সে কেঁদেছে। এমনকি সারাদিন সে কিছু মুখেও তোলেনি।