৯ মাসের অন্তঃসত্ত্বা বে’বি বাম্প নিয়েই দুর্দান্ত বেলি ডান্স করে সকলকে তাক লাগাল যুবতী, তুমুল ভিডিও ভাইরাল

পূর্বে যেখানে প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য দিতে হতো অডিশনের লম্বালাইন সেখানে বর্তমানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে,

মুঠোফোনের বদৌলতে এক ক্লিকেই পৌঁছে যাওয়া যাচ্ছে লাখো লাখো মানুষের কাছে। পশুপাখির মজাদার কার্যকলাপ হোক কিংবা তথ্যসমৃদ্ধ কোনো ঘটনা,

কোয়ালিটির কন্টেন্ট হলেই তা মানুষের নিউজফিডে পৌঁছতে বেশি সময় নেয় না‌। ভিডিওগুলি দেখে দর্শকরা মজা পায় কিংবা সমৃদ্ধ হয়,

তাইজন্যেই লাখ লাখ ভিউস আসে। কমেন্ট পড়ে শয়ে শয়ে, শেয়ার হয় দ্রুত। সম্প্রতি তেমন‌ই একটি মনকাড়া পারফরম্যান্সের দেখা মিলল ইউটিউবে। ভিডিওটি একটি নাচের, বেলিডান্সের। আমরা জানি বেলিডান্স করতে গেলে একটি ভীষণ সুঠাম দেহ প্রয়োজন যা ফ্লেক্সিব্যাল হবে। পেট ও কোমর নাড়াচাড়া করেই এই নাচ হয়। এই ভিডিওর শুরুতে দেখা যায় এক তন্বীকে। আরবিয়ান মিউজিকের সঙ্গে সে কোমর দোলাচ্ছে। তবে সে পেছন ফিরে রয়েছে। সে যখন সামনে ফিরল তা দেখে চোখ কপালে ওঠার জোগার।

তাঁর পেট প্রচন্ড স্ফিত। দেখেই বোঝা যায় নয় মাসের গর্ভাবস্থায় রয়েছে সে। এই পেট নিয়েই সে নাচতে শুরু করে। তার নাচের তাল যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এবং অত্যন্ত সুন্দর। সম্ভবত একটি মলের মধ্যে কনসার্ট করে আয়োজন করা হয়েছিল এই পারফরম্যান্সের। নৃত্যশিল্পী টানা সাড়ে তিন মিনিট একভাবে নাচ করে চলেন। তাঁর পরনে ছিল কমলা রঙের ঘাগরা ও চকমকে ব্লাউজ। উন্মুক্ত পেটের উপর কোমরবন্ধ এঁটে ছিল। খোলা চুল উড়িয়ে কায়দা করে অসাধারণ নাচ পরিবেশন করেন ঐ শিল্পী।

ভিডিওটি পোস্ট করা হয়েছে বেলি মোশনস নামক ইউটিউব চ্যানেল থেকে। পোস্ট করা হয়েছে সাত বছর আগে। ভিডিওর ক্যাপশন দেখে বোঝা যায় শিল্পীটির নাম পোর্শিয়া। তিনি বেলিমোশনের‌ই একজন নৃত্যশিল্পী। ভিডিওটি এখন‌ও পর্যন্ত ৫২ লাখ মানুষ দেখেছেন। লাইক করেছেন অসংখ্য। কমেন্ট‌ও এসেছে প্রচুর। কেউ কেউ নৃত্যশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ আবার কেউ এই ভরা মাসে এহেন নাচ করাকে অসুরক্ষিত মনে করেছেন। তবে শিল্পীর নাচ যে যথার্থ সুন্দর ছিল তা বোঝাই গিয়েছে।