৪৩ বছর বয়সে মা হতে চলেছেন বলিউড বিশ্ব সুন্দরী বিপাশা বসু? বেবি বাম্পে চুমু খেয়ে ঘোষণা স্বামী করণের, ভাইরাল ভিডিও

কয়েকদিন আগেই নিজের মা হওয়ার কথা জানিয়েছেন আলিয়া ভাট। আর সেই নিয়ে মিডিয়াতে চর্চার শেষ নেই। পাশাপাশি চলতি মাসেই মা হতে চলেছে,

ন অনিল কন্যা সোনাম কাপুর। সম্প্রতি বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছেন।

আর অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা নেটমহলে। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের,

মধ্যে একজন বিপাশা বসু। তবে সম্প্রতি বড়পর্দা থেকে কিছুটা হলেও দূরে রয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। মা হওয়ার খবর পাওয়ার পর থেকেই তিনিও যে নিজেকে মনে মনে তৈরি করছেন, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজের অগণিত ভক্তদের পাশাপাশি সমগ্র নেটদুনিয়া ও মিডিয়াকে নিজের মা হওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মুহূর্তে নিজের শেয়ার করা নিজের বেবি বাম্পের এই ছবির সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী। কয়েক ঘন্টা আগেই বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সুখবর জানিয়েছেন।

ছবির ক্যাপশনের মাধ্যমে নিজেদের অগণিত ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাদের অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য ও তাদের পাশে থাকার জন্য। পাশাপাশি এও বলেছেন, তারা খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন। তাকেও যেন তারা ভালোবাসায় ও আশীর্বাদে ভরিয়ে দেন। এই মুহূর্তে এই তারকা জুটি ও তাদের ঘনিষ্ঠমহল তাদের পরিবারে আসন্ন নতুন সদস্যের জন্য অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি এই খবর জানার পর থেকে অপেক্ষায় দিন গোনা শুরু করে দিলেন অভিনেত্রীর অগণিত ভক্তমহলও। জীবনের এই নতুন সময় মা দুর্গার নাম নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার শেয়ার করা ছবির ক্যাপশনে চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা। শেয়ার করা এই ছবিতে অভিনেত্রী বিপাশা বসু তার বেবি বাম ফ্লন্ট করতে দেখা গেছে।

বিপাশার সাথে তার স্বামী কারন সিং গ্রোভার কেও দেখা গেল রোমান্টিক পোজ দিতে। ক্যাপশনে বিপাশা আরও লিখেছেন, “একটা নতুন সময়, নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমার জীবনে আরও একটি রং লাগছে। আরও একটু পূর্ণ হলাম আমরা। একা একা জীবনটা শুরু করেছিলাম। তারপর একে অপরের হাত ধরি। তখন থেকে একসঙ্গে পথ চলছি। পরস্পরের প্রতি এত ভালবাসা দেখতে তেমন ভাল লাগছিল না। তাই এতদিন যারা আমরা দুই ছিলাম, তারা খুব তাড়াতাড়ি তিনে পরিণত হতে চলেছি।” মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে ইউটিউবে, Bollywood Rides নামের চ্যানেল থেকে কিছু ঘন্টা আগেই। ৩২ হাজার মানুষ বর্তমানে ভিডিওটি দেখেছেন আর লাইক করেছেন হাজার হাজার মানুষ।