১০০ বছর বয়সে মন্দিরের ঘাটে বসে হারমোনিয়াম বাজিয়ে সুরেলো কন্ঠে গান গাইলেন অসহায় বৃদ্ধা, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার প্রতি দিন আমরা অসংখ্য ভিডিও দেখতে পাই। কিছু খুবই মন ভালো করে দেওয়ার ভিডিও আবার কিছু খুবই দুঃখজনক।

এদিকে অনেক পরশু পাখি নানান কাহিনী নিয়েও থাকে অজস্র ভিডিও। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হল যে ভিডিও,

দেখে আপনার চোখেও জল আসবে আবার মন ও ভালো হয়ে যাবে। ভিডিওতে দেখা গেছে ৮০ বছরের এক বৃদ্ধ মহিলার অসাধারণ গান।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে পাটনার গঙ্গার ধারে এই ৮০ বছরের বৃদ্ধ মা বসে থাকেন একটি হারমোনিয়াম নিয়ে। আর হারমোনিয়াম নিয়েই তিনি প্রতিদিন সকল মানুষকে তার দুর্দান্ত গানের গলা শোনান। এই বৃদ্ধ মহিলার নাম পূর্ণিমা দেবী। এই বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলে জানা যায় তিনি প্রথমে দার্জিলিঙে থাকতেন এবং সেখানের এক মন্দিরের একজন পুরোহিতের মেয়ে তিনি। জানা গেছে একজন ডাক্তারের সঙ্গে বিয়ে হয়েছিল এই বৃদ্ধ মহিলার। আর স্বামীর সাথেই এই মহিলা উত্তরপ্রদেশে গিয়ে থাকতেন আর সেখানে থাকার পর কিছুদিন পরেই তার স্বামীর মৃত্যু হয়ে যায়। আর স্বামী মৃত্যুর পর একজন মাসির কাছে চলে আসেন তিনি। এরপর এই বয়স্ক মহিলা দুর্দান্তভাবে তার গানের গলা গেয়ে শোনান। যারা এই মহিলার খোঁজ পেয়ে ভিডিও করতে গিয়েছিলেন তারাই এই মহিলাকে অনুরোধ করেন একটি গান গাওয়ার জন্য।

এরপরেই এই বৃদ্ধ মহিলা তার হারমোনিয়াম নিয়ে অসাধারণ ভাবে একটি গান গেয়ে সকলকে শোনান। মহিলার গান শুনে গঙ্গার পাড়ে অসংখ্য লোকজন জড়ো হয়ে গিয়েছিল। এত বছর বয়সেও এই বৃদ্ধ মহিলা যেভাবে হারমোনিয়াম নিয়ে গান বাজিয়েছে তা সত্যিই প্রশংসারযোগ্য। আজ ভাগ্যের পরিহাসে এই মহিলা এই গঙ্গার পাড়ে বসে থাকেন। হয়তো ভাগ্য একেই বলে। দেখা যায় হারমোনিয়াম নিয়ে তিনি জনপ্রিয় একটি হিন্দি গান গেয়ে শোনান। তিনি ঠিক যেভাবে হারমোনিয়াম বাজিয়েছেন ঠিক সেভাবেই নিজের সুরেলা গলা বার করেছেন। এই বয়সেও এই মহিলার এমন গলা শুনে মুগ্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মানুষেরা। এই বৃদ্ধ মহিলার পরনে তেমন একটা ভালো পোশাকও দেখা যায়নি।

সাদামাটা একটি শাড়ি উসকো খুসকো চুল আর তার এই একমাত্র সম্ভার হারমোনিয়াম নিয়ে তিনি এই গঙ্গার পাড়ে বসে থাকেন। আর এখানেই তিনি হারমোনিয়াম নিয়ে গান করেন। ভিডিওটি দেখে অনুগামীদের চোখে জল চলে এসেছে। এমন একটি বৃদ্ধ মা আজ এমন ভাবে বসে রয়েছে। তবে এই মহিলার গানের গলার প্রশংসা সত্যিই করতে হয়। কি সুন্দর ভাবে তিনি সুর তাল লয় গান গেয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই চারিদিকে এত পরিমাণে ছড়িয়েছে যে হাজার হাজার মানুষ এসে এই ভিডিওটি দেখে যাচ্ছেন। তবে এটাই প্রথম নয়, এর আগেও এই বৃদ্ধ মহিলার অনেক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে। বর্তমানে এই অতি কষ্টের ভিডিওটি ভাইরাল হয়েছে ইউটিউবে Daily Manthan নামের একটি চ্যানেল থেকে। ৯৩ হাজার মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন আর লাইক করেছেন প্রায় হাজারের কাছাকাছি মানুষ। ভিডিওটিতে অসংখ্য মানুষ কমেন্টও করেছেন।